ঢামেক প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ডহরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), তাঁর স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০) ও ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও পুত্রবধূ মুন্নি খাতুন (১৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, সোহেলের ৭০, ইসমাইলের ৫৫, তাসলিমার ৬৩, সেলি বেগমের ৩০ ও মুন্নির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। তাঁরা একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। এনামুলের ঘরে গ্যাসের লাইন থাকলেও বাবুলের ঘরে গ্যাসের লাইন ছিল না। তিনি এনামুলের ঘর থেকে গ্যাসের লাইন নিজ ঘরে এনেছিলেন। আর এই লাইনে কম্প্রেসর বসিয়েছিলেন বাবুল।
এনামুল হক বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা। বাবুলের ঘরে থাকা গ্যাসের কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ছয়জন দগ্ধ হন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ডহরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), তাঁর স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০) ও ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও পুত্রবধূ মুন্নি খাতুন (১৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, সোহেলের ৭০, ইসমাইলের ৫৫, তাসলিমার ৬৩, সেলি বেগমের ৩০ ও মুন্নির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। তাঁরা একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। এনামুলের ঘরে গ্যাসের লাইন থাকলেও বাবুলের ঘরে গ্যাসের লাইন ছিল না। তিনি এনামুলের ঘর থেকে গ্যাসের লাইন নিজ ঘরে এনেছিলেন। আর এই লাইনে কম্প্রেসর বসিয়েছিলেন বাবুল।
এনামুল হক বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা। বাবুলের ঘরে থাকা গ্যাসের কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ছয়জন দগ্ধ হন।
দীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
২৬ মিনিট আগেতথ্য সহজলভ্য না হলে ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বুধবার রাজধানীর গুলশানে দ্যা কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’ এর (এডব্লিউআরটিআই) বার্ষিক শিক্ষণ সম্মেলন অন
২৯ মিনিট আগে