ঢামেক প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ডহরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), তাঁর স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০) ও ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও পুত্রবধূ মুন্নি খাতুন (১৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, সোহেলের ৭০, ইসমাইলের ৫৫, তাসলিমার ৬৩, সেলি বেগমের ৩০ ও মুন্নির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। তাঁরা একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। এনামুলের ঘরে গ্যাসের লাইন থাকলেও বাবুলের ঘরে গ্যাসের লাইন ছিল না। তিনি এনামুলের ঘর থেকে গ্যাসের লাইন নিজ ঘরে এনেছিলেন। আর এই লাইনে কম্প্রেসর বসিয়েছিলেন বাবুল।
এনামুল হক বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা। বাবুলের ঘরে থাকা গ্যাসের কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ছয়জন দগ্ধ হন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইনে বসানো কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডহরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ডহরগাঁও গ্রামের বাবুল মিয়া (৪০), তাঁর স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০) ও ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও পুত্রবধূ মুন্নি খাতুন (১৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, সোহেলের ৭০, ইসমাইলের ৫৫, তাসলিমার ৬৩, সেলি বেগমের ৩০ ও মুন্নির শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, বাবুল রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর স্ত্রী কাজ করেন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায়। তাঁরা একই বাসায় পাশাপাশি কক্ষে থাকতেন। এনামুলের ঘরে গ্যাসের লাইন থাকলেও বাবুলের ঘরে গ্যাসের লাইন ছিল না। তিনি এনামুলের ঘর থেকে গ্যাসের লাইন নিজ ঘরে এনেছিলেন। আর এই লাইনে কম্প্রেসর বসিয়েছিলেন বাবুল।
এনামুল হক বলেন, শুক্রবার রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা। বাবুলের ঘরে থাকা গ্যাসের কম্প্রেসর বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ছয়জন দগ্ধ হন।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৩ ঘণ্টা আগে