নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দশদিনেও আগুন থামেনি। আজ শনিবার দুপুরে কারখানার ভবনের চারতলায় ফায়ার সার্ভিসের কর্মীদের সামনেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় তড়িঘড়ি করে সেটি নেভান তাঁরা।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভবনের পঞ্চম তলায়ও আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী সেটিও নেভানোর চেষ্টা করেন। কিন্তু থেমে থেমে আগুনের পরিমাণ বাড়ায় আরও কয়েকজন ওই দলে যোগ দেন। ফায়ার সার্ভিস বলছে, ভেতরে বস্তা রয়েছে বেশ কিছু। সেগুলো থেকে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এখান থেকেই আগুন ফুঁসে ওঠে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা তো কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কারখানার লোকজনকে বলেছি খেয়াল রাখতে। এটাও বলেছি ধোঁয়া দেখলে সঙ্গে সঙ্গে সেখানে পানি দিতে। কিন্তু এরা দায়িত্ব কাণ্ড–জ্ঞানহীন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জুলাই) হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দশদিনেও আগুন থামেনি। আজ শনিবার দুপুরে কারখানার ভবনের চারতলায় ফায়ার সার্ভিসের কর্মীদের সামনেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় তড়িঘড়ি করে সেটি নেভান তাঁরা।
এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভবনের পঞ্চম তলায়ও আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী সেটিও নেভানোর চেষ্টা করেন। কিন্তু থেমে থেমে আগুনের পরিমাণ বাড়ায় আরও কয়েকজন ওই দলে যোগ দেন। ফায়ার সার্ভিস বলছে, ভেতরে বস্তা রয়েছে বেশ কিছু। সেগুলো থেকে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এখান থেকেই আগুন ফুঁসে ওঠে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আমরা তো কাজ শেষ করে যাওয়ার সময় এখানকার কারখানার লোকজনকে বলেছি খেয়াল রাখতে। এটাও বলেছি ধোঁয়া দেখলে সঙ্গে সঙ্গে সেখানে পানি দিতে। কিন্তু এরা দায়িত্ব কাণ্ড–জ্ঞানহীন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ জুলাই) হাশেম ফুডসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান।’
৪ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে