Ajker Patrika

উদীচীতে ভাঙন, কাউন্সিল শেষে দুই কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম সম্মেলন শেষে দুটি ভিন্ন কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির বিভক্ত নেতা-কর্মীরা। উভয় পক্ষ অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি দাবি করেছে। তবে সাধারণ সম্পাদক পদে এক পক্ষ অমিত রঞ্জন দে ও অন্য পক্ষ জামশেদ আনোয়ার তপনের নাম ঘোষণা করেছে।

আজ শনিবার রাতে সংগঠনের কাউন্সিল শেষে উভয় পক্ষ ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তিতে নতুন কমিটি নির্বাচনের কথা জানিয়েছে।

সম্মেলন শেষে উদীচীর সর্বশেষ কেন্দ্রীয় কমিটির প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক কঙ্কন নাগ এক বিজ্ঞপ্তিতে জানান, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি এবং অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৯১ সদস্যের নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হয়েছে। পরে শিশু একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সহসভাপতি মাহমুদ সেলিম।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয়, অধিবেশনের সভাপতি হাবিবুল আলম পুরোপুরি অগণতান্ত্রিক ও উদীচীর গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জোর করে নতুন কমিটি নির্বাচিত বলে ঘোষণা দেন। তাৎক্ষণিকভাবে কাউন্সিলরদের অধিকাংশ এ ঘোষণার বিপক্ষে অবস্থান নেন। কিন্তু বেশির ভাগ প্রতিনিধির মতামতকে উপেক্ষা করে হাবিবুল আলম ও জামশেদ আনোয়ার তপনের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা এবং শপথ গ্রহণের চেষ্টা করা হয়। তবে যে শপথবাক্য তাঁরা পাঠ করার চেষ্টা করেন, সেটিও উদীচীর ঘোষণাপত্র বা গঠনতন্ত্রে নেই। একপর্যায়ে তাঁরা মিছিল নিয়ে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান।

অন্যদিকে সংগঠনের বিগত কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামশেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক করে উদীচী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। এর পরদিন থেকে শিশু একাডেমি মিলনায়তনে চলে কাউন্সিল অধিবেশন। শনিবার ছিল কাউন্সিলের শেষ দিন। সারা দেশ থেকে সাড়ে পাঁচ শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। ৪টি সদস্যপদ কো-অপশনের জন্য শূন্য রেখে কাউন্সিলের বিষয় নির্বাচনী কমিটি ৮৭ জনের নাম ঘোষণা করা হয়। এরপর প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ ভোটে উদীচীর ৯১ সদস্যের কমিটি অনুমোদিত হয়।

এ বিষয়ে কাউন্সিলে উপস্থিত একাধিক কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলের বিষয় নির্বাচনী কমিটি প্রস্তাবিত কমিটিকে সমর্থন জানিয়েছেন সারা দেশ থেকে আসা অধিকাংশ কাউন্সিলর। কাউন্সিলরদের একটা অংশ এর বিরোধিতা শুরু করে। তবে অধিকাংশ কাউন্সিলরের সমর্থন পাওয়ার পর অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও জামশেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার ঘোষণা দেয় কাউন্সিলের বিষয় নির্বাচনী কমিটি।

কাউন্সিলররা জানান, বিষয় নির্বাচনী কমিটির এ ঘোষণার পর কাউন্সিলে হট্টগোল শুরু হয়। হট্টগোলের মধ্যেই নবনির্বাচিতদের শপথ পড়ান বিষয় নির্বাচনী কমিটির সভাপতি হাবিবুল আলম। শপথ শেষে মিছিল নিয়ে বের হয়ে যান তাঁরা। পরে বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবের বিরোধী পক্ষটি অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক ঘোষণা করে শিশু একাডেমি প্রাঙ্গণে শপথবাক্য পাঠ করায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত