ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ যাচাই করতে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। সেটি যাচাই-বাছাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যাচাই করে প্রাথমিক সত্যতা পেলে অধিক তদন্তের জন্য যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হবে। পরবর্তীকালে যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া সভায় যৌন হয়রানির দায়ে শাস্তিপ্রাপ্ত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেখানে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে সাজ্জাদ হোসেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। পরে সিন্ডিকেট সভায় শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অক্টোবর মাসের সিন্ডিকেট সভায় বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি প্রমাণিত হওয়ায় সাজ্জাদ হোসেনের তিন বছরের জন্য পদোন্নতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানকে আহ্বায়ক করা হয়েছে। বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর এক নারী শিক্ষার্থী হলের বিষয়ে পরামর্শের জন্য ইনস্টিটিউটে গেলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই নারী শিক্ষার্থী। গতকাল বুধবার অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা ও শাস্তি দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ যাচাই করতে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিন্ডিকেট।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে ইনস্টিটিউটের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। সেটি যাচাই-বাছাই করতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যাচাই করে প্রাথমিক সত্যতা পেলে অধিক তদন্তের জন্য যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হবে। পরবর্তীকালে যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া সভায় যৌন হয়রানির দায়ে শাস্তিপ্রাপ্ত শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেখানে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে সাজ্জাদ হোসেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। পরে সিন্ডিকেট সভায় শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অক্টোবর মাসের সিন্ডিকেট সভায় বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি প্রমাণিত হওয়ায় সাজ্জাদ হোসেনের তিন বছরের জন্য পদোন্নতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামানকে আহ্বায়ক করা হয়েছে। বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর এক নারী শিক্ষার্থী হলের বিষয়ে পরামর্শের জন্য ইনস্টিটিউটে গেলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর স্থানে স্পর্শ করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই নারী শিক্ষার্থী। গতকাল বুধবার অভিযুক্ত শিক্ষকের কক্ষে তালা ও শাস্তি দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৯ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৯ ঘণ্টা আগে