ঢাবিতে দিনভর সংঘর্ষ: হেলমেট, লাঠিসোঁটার পাশাপাশি দেখা গেল পিস্তলও

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ২২: ১০
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২৩: ০৬

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার মধ্যরাতে হঠাৎ করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাতেই আবাসিক হলগুলো থেকে মিছিল নিয়ে বেরিয়ে সমাবেশ হন শত শত শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ক্যাম্পাসের বিভিন্ন হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা। রাত ১টার পর শাহবাগে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতা–কর্মীরা। এমন পরিস্থিতি শিক্ষার্থীরা সংঘাত এড়াতে মিছিল নিয়ে আবার হলে হলে ফিরে যান।

du-bclরাত থেকেই শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হতে শুরু করলে ছাত্রলীগ তাঁদের ওপর চড়াও হয়। এদিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। শিক্ষার্থীদের নির্বিচারে লাঠিপেটা করে ছাত্রলীগ।

 ছাত্রলীগের লাঠিপেটা থেকে রক্ষা পাননি নারী শিক্ষার্থীরা।

 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।

 বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।

ঢাবি ক্যাম্পাসে দিনভর হামলা ও সংঘর্ষ ঘটে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগেও হামলা করে ছাত্রলীগ।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগের ৩০–৪০ জন নেতা-কর্মী।

 আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রলীগ নেতা–কর্মীদের মোটরসাইকেলের হেলমেট পরিহিত এবং হাতে লাঠিসোঁটা দেখা যায়।

 ঢাবি ছাত্রলীগের নেতা–কর্মীদের ভেতর বহিরাগতদেরও চোখে পড়েছে। সংঘর্ষের সময় একজনকে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়।

 ছাত্রলীগে অনেক নেতা–কর্মীর হাতে বাঁশের লাঠি এবং লোহার রড ও হাঁসুয়া, হকিস্টিকের মতো অস্ত্রও দেখা গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত