Ajker Patrika

ইটনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২১: ৩৯
ইটনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় মো. আনোয়ার মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ হাওরে এ ঘটনা ঘটে। লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আনোয়ার মিয়া ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ গ্রামের মো. অহেদ আলী ছেলে। 

ওসি কামরুল ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে আনোয়ার তাঁর মাকে বলে গরুর ঘাস কাটতে হাওরে যান। দুপুর ১২টার দিকে শিমুলবাক হাওরে একটি হিজলগাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ঝুলতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত