উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মোবাইল বক্সের ভেতরে ও পকেটে থাকা পলিব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর উত্তরায় তরিকুল ইসলাম (৩৭) ও আল আমিন (২৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলেন যশোরের কোতোয়ালি উপজেলার ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে আল আমিন। বর্তমানে তরিকুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার তালতলী মিজমিজ গ্রামে এবং আল আমিন উত্তরা ৯ নম্বর সেক্টরের আঙ্গুর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও এসআই কাঞ্চন রায়হান এবং এএসআই দুলাল উদ্দিন ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবদুল্লাহপুরে মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম ও আল আমিনকে গ্রেপ্তার করি।’
এসআই নিয়াজ শরীফ বলেন, ‘গ্রেপ্তারকালে তরিকুলের ডান কাঁধে থাকা লেবেলবিহীন টিস্যু কাপড়ের ব্যাগের ভেতরের মোবাইল বক্স থাকা ১০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে আল আমিনের পরনে থাকা জিন্স প্যান্টের সামনের বাঁ পকেটে সাদা পলিব্যাগের ভেতরে ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’
নিয়াজ শরীফ আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মোবাইল বক্সের ভেতরে ও পকেটে থাকা পলিব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর উত্তরায় তরিকুল ইসলাম (৩৭) ও আল আমিন (২৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত এসব ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ টাকা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। আজ বুধবার সকালে আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলেন যশোরের কোতোয়ালি উপজেলার ফরিদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে আল আমিন। বর্তমানে তরিকুল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার তালতলী মিজমিজ গ্রামে এবং আল আমিন উত্তরা ৯ নম্বর সেক্টরের আঙ্গুর মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও এসআই কাঞ্চন রায়হান এবং এএসআই দুলাল উদ্দিন ছিনতাই প্রতিরোধ ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আবদুল্লাহপুরে মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম ও আল আমিনকে গ্রেপ্তার করি।’
এসআই নিয়াজ শরীফ বলেন, ‘গ্রেপ্তারকালে তরিকুলের ডান কাঁধে থাকা লেবেলবিহীন টিস্যু কাপড়ের ব্যাগের ভেতরের মোবাইল বক্স থাকা ১০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে আল আমিনের পরনে থাকা জিন্স প্যান্টের সামনের বাঁ পকেটে সাদা পলিব্যাগের ভেতরে ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’
নিয়াজ শরীফ আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
২৯ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
৪২ মিনিট আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে আজ রোববার বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে