জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য পূর্বনির্ধারিত স্থানের ৫৬টি গাছ রাতের আঁধারে কাটা হয়েছে। এতে কাটা গাছে কাফনের কাপড় মুড়িয়ে বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সুন্দরবন নামক স্থানে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) জন্য নির্ধারিত স্থানে গাছগুলো কাটা হয়েছে।
পরে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে বেলা সোয়া ১১টার দিকে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে ফেলেন ছাত্ররা। পরে সেখানে ‘গাছ কাটলে খবর আছে’ দেয়াল লিখন করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার ভোররাতে ইলেকট্রিক মেশিন দিয়ে গাছগুলো কাটা হয়েছে এবং গাছগুলোর ডালপালা ফেলে রেখে মূল অংশ ট্রাকে তুলে অন্যত্র নেওয়া হয়েছে। সেই ট্রাকটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট দিয়ে ক্যাম্পাসের বাইরে বের হয়। সে সময় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দুজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেলা দেড়টার দিকে আরেক দল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নতুন ১১টি গাছ লাগিয়ে দেন। এরপর বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা একটি কাটা গাছে কাফনের কাপড় মুড়িয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘অপরিকল্পিত উন্নয়ন জাহাঙ্গীরনগরে চাই না। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।’
প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অমর্ত্য রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করে ভবন নির্মাণের দাবি জানিয়েছি। তার পরিপ্রেক্ষিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজও শুরু হয়েছে। অথচ সেটার অপেক্ষা না করে রাতের আঁধারে গাছ কেটে ফেলা হয়েছে।’
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কাটা গাছের দায়িত্ব এস্টেট কার্যালয়ের অধীনে থাকবে।
তবে এ বিষয়ে এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বলেন, ‘নিরাপত্তা শাখার এক কর্মকর্তার মাধ্যমে জেনেছি, সেখানে গাছ কাটা হয়েছে। গাছ কাটার বিষয়টি আমাদের জানানো হয়নি। এ ছাড়া কাটা গাছগুলো আমাদের এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। গাছগুলো কোথায় আছে, তা জানি না।’
এ দিকে মীর মশাররফ হোসেন হল গেটের দায়িত্বরত আনসার সদস্য মো. সাবিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে গাছসহ ট্রাকটি বের হয়ে যায়। ট্রাকের সঙ্গে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ ও পলাশ সাহা ছিলেন।’
এ ব্যাপারে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ বলেন, ‘আমরা সকালে ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হই। ঘটনাচক্রে যখন মীর মশাররফ হোসেন হলের গেট দিয়ে বের হতে যাই, তখন গাছের ট্রাকটিও গেট দিয়ে বের হচ্ছিল। তবে গাছ কাটা এবং সেগুলো বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে আমরা সম্পৃক্ত নই।’
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওই স্থানে ভবন নির্মাণের জন্য সাবেক উপাচার্য জায়গা বরাদ্দ দিয়েছিলেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় টেন্ডার হয়েছে। যাঁরা কাজ পেয়েছেন, তাঁরা গাছগুলো কেটেছেন। গাছগুলো এস্টেট অফিসকে বুঝিয়ে দেওয়া হবে। গাছগুলো ক্যাম্পাসেই থাকার কথা। কোথায় রাখা আছে, তা জানি না। তবে জেনে আপনাকে জানানোর চেষ্টা করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘রাতের আঁধারে গাছ কাটার বিষয়টি আমরা জানি না।’
উপাচার্য অধ্যাপক নূরুল আলম সাংবাদিকদের বলেন, ‘গাছ কাটার বিষয়ে কিছু জানি না। এমনকি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকেও কিছু জানানো হয়নি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য পূর্বনির্ধারিত স্থানের ৫৬টি গাছ রাতের আঁধারে কাটা হয়েছে। এতে কাটা গাছে কাফনের কাপড় মুড়িয়ে বিক্ষোভ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সুন্দরবন নামক স্থানে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) জন্য নির্ধারিত স্থানে গাছগুলো কাটা হয়েছে।
পরে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে বেলা সোয়া ১১টার দিকে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে ফেলেন ছাত্ররা। পরে সেখানে ‘গাছ কাটলে খবর আছে’ দেয়াল লিখন করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার ভোররাতে ইলেকট্রিক মেশিন দিয়ে গাছগুলো কাটা হয়েছে এবং গাছগুলোর ডালপালা ফেলে রেখে মূল অংশ ট্রাকে তুলে অন্যত্র নেওয়া হয়েছে। সেই ট্রাকটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট দিয়ে ক্যাম্পাসের বাইরে বের হয়। সে সময় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দুজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেলা দেড়টার দিকে আরেক দল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নতুন ১১টি গাছ লাগিয়ে দেন। এরপর বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা একটি কাটা গাছে কাফনের কাপড় মুড়িয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘অপরিকল্পিত উন্নয়ন জাহাঙ্গীরনগরে চাই না। বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।’
প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অমর্ত্য রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করে ভবন নির্মাণের দাবি জানিয়েছি। তার পরিপ্রেক্ষিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজও শুরু হয়েছে। অথচ সেটার অপেক্ষা না করে রাতের আঁধারে গাছ কেটে ফেলা হয়েছে।’
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কাটা গাছের দায়িত্ব এস্টেট কার্যালয়ের অধীনে থাকবে।
তবে এ বিষয়ে এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বলেন, ‘নিরাপত্তা শাখার এক কর্মকর্তার মাধ্যমে জেনেছি, সেখানে গাছ কাটা হয়েছে। গাছ কাটার বিষয়টি আমাদের জানানো হয়নি। এ ছাড়া কাটা গাছগুলো আমাদের এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। গাছগুলো কোথায় আছে, তা জানি না।’
এ দিকে মীর মশাররফ হোসেন হল গেটের দায়িত্বরত আনসার সদস্য মো. সাবিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে গাছসহ ট্রাকটি বের হয়ে যায়। ট্রাকের সঙ্গে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ ও পলাশ সাহা ছিলেন।’
এ ব্যাপারে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক এস এম এ মওদুদ আহমেদ বলেন, ‘আমরা সকালে ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হই। ঘটনাচক্রে যখন মীর মশাররফ হোসেন হলের গেট দিয়ে বের হতে যাই, তখন গাছের ট্রাকটিও গেট দিয়ে বের হচ্ছিল। তবে গাছ কাটা এবং সেগুলো বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে আমরা সম্পৃক্ত নই।’
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওই স্থানে ভবন নির্মাণের জন্য সাবেক উপাচার্য জায়গা বরাদ্দ দিয়েছিলেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় টেন্ডার হয়েছে। যাঁরা কাজ পেয়েছেন, তাঁরা গাছগুলো কেটেছেন। গাছগুলো এস্টেট অফিসকে বুঝিয়ে দেওয়া হবে। গাছগুলো ক্যাম্পাসেই থাকার কথা। কোথায় রাখা আছে, তা জানি না। তবে জেনে আপনাকে জানানোর চেষ্টা করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘রাতের আঁধারে গাছ কাটার বিষয়টি আমরা জানি না।’
উপাচার্য অধ্যাপক নূরুল আলম সাংবাদিকদের বলেন, ‘গাছ কাটার বিষয়ে কিছু জানি না। এমনকি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকেও কিছু জানানো হয়নি।’
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
১৯ মিনিট আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
৩৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে...
১ ঘণ্টা আগেআজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
১ ঘণ্টা আগে