Ajker Patrika

বন্যার্তদের দেখতে যাওয়া পথে নৌকার লগি বিদ্যুতের তারে লেগে মাঝি নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি
বন্যার্তদের দেখতে যাওয়া পথে নৌকার লগি বিদ্যুতের তারে লেগে মাঝি নিহত 

টাঙ্গাইল সদরে বিদ্যুতায়িত হয়ে হাসান আলী নামের এক মাঝি নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চর ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত হাসান আলী টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন আলোকদিয়া গ্রামের সামছুল আলমের ছেলে। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, দাইন্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু আজ শনিবার বিকেলে নৌকাযোগে বন্যার্তদের খোঁজখবর নিতে যাচ্ছিলেন। চরফতেপুর নামক স্থানে পৌঁছাতেই নৌকার লগি বিদ্যুতের তারে লেগে হাসান আলী পানিতে ছিটকে পড়েন। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। 

এই ঘটনায় আহত সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু বলেন, ‘আমরা কয়েকজন মিলে নৌকায় যাওয়ার সময় বিদ্যুতের তারে লগি স্পর্শ হয়। এতে মাঝি পানিতে ছিটকে পড়েন। হুড়োহুড়িতে আমরা কয়েকজন আহত হই। পরে আমরা লোকজন নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মাঝির মরদেহ উদ্ধার করি।’ 

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘বন্যার কারণে বিলের পানি বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে বিদ্যুতের তাঁর নিচু হয়েছে। ওই স্থান দিয়ে যাওয়ার সময় মাঝির হাতে থাকা লগির সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে মাঝি ছিটকে পানিতে পড়ে যান। এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাঁর মৃতদেহ উদ্ধার করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত