বিমানবন্দরে ৪ কোটি টাকার সোনাসহ যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের সোনাসহ মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুবাই থেকে ঢাকায় এসেছিলেন। 

আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে ওই যাত্রীকে গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের সিটের নিচ থেকে ৪৮টি স্বর্ণের বার এবং তাঁর কাছ থেকে আরও একটি বার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম এবং বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আগত যাত্রী ফজলে রাব্বীকে শনাক্ত করে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ৩১ এফ ও ৩২ এফ এর নিচের লাইফ ভেস্ট থেকে ৪৮ পিস স্বর্ণের বার এবং তাঁর কাছ থেকে আরও ১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।’ 

মিজানুর রহমান বলেন, ’ লাইফ ভেস্টে এসব স্বর্ণের বার কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় দুটি বান্ডেলে ছিল। এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের অপরাধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত