ডিএমপির সব থানা অরক্ষিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১০: ৫৫
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২: ০৫

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে একের পর এক থানায় হামলা হতে শুরু করে। একপর্যায়ে পুলিশ সদস্যরা যে যেভাবে পেরেছেন, থানা ছেড়ে চলে গেছেন। এই অবস্থায় থানাগুলো অরক্ষিত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানাসহ বেশ কয়েকটি থানায় হামলা হয়েছে। বেশ কিছু থানায় ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র বলেছে, যাত্রাবাড়ী থানায় দুপুরে হামলা হয়। হামলার পর প্রথমে পুলিশ গুলি করে জনতাকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। তবে এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় থানায়।

 পরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্য কর্মকর্তারা আত্মসমর্পণ করে প্রাণ বাঁচান। এদিকে ডিএমপির ডেমরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানায় আগুন দেওয়া হয়। তখন থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা বারবার প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাড়া পাননি।

এসব বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত