পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় চাটাই তৈরির ঘর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’
সরেজমিনে জানা গেছে, আজ সকালে বকুল চাটাই হাউস নামের চাটাই তৈরির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক যুবককে ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বকুল চাটাই হাউসের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, ‘আমার ঘরটি খোলামেলা। চারপাশে কোনো বেড়া নেই। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় আমি বাড়ি চলে যাই। সকালে সংবাদ পাই আমার ঘরের আড়ার সঙ্গে এক ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যক্তিকে কখনো দেখিনি।’
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।’
রাজবাড়ীর পাংশায় চাটাই তৈরির ঘর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’
সরেজমিনে জানা গেছে, আজ সকালে বকুল চাটাই হাউস নামের চাটাই তৈরির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক যুবককে ঝুলে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বকুল চাটাই হাউসের স্বত্বাধিকারী মো. বকুল মোল্লা বলেন, ‘আমার ঘরটি খোলামেলা। চারপাশে কোনো বেড়া নেই। প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় আমি বাড়ি চলে যাই। সকালে সংবাদ পাই আমার ঘরের আড়ার সঙ্গে এক ব্যক্তি মৃত অবস্থায় ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে আসি। এর আগে এই ব্যক্তিকে কখনো দেখিনি।’
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) শাহিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৫ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৭ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৭ মিনিট আগে