নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রামপুরায় দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া আগুনে বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) এখনো জ্বলছে। বিটিভির ভেরিফাইড ফেসবুক পোস্টে এই বিষয়ে সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায়ও সেখানে আগুন জ্বলছিল। বিটিভির মূল ভবনেও আগুন জ্বলছে। বাইর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তেও দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের কোনো উপস্থিতি দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।
এর আগে বিকেল ৫টায় দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, বিটিভির গেট ভেঙে শত শত আন্দোলনকারী প্রবেশ করে। রিসিপশন ভবনে আগুন দিয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন।
এর আগে বেলা সাড়ে ৩টার পর বিটিভির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে। আন্দোলনকারীরা বিটিভি সেন্টারে প্রবেশের পর ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন। প্রায় তিন শতাধিক আন্দোলনকারী এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক সাংবাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। সম্প্রচারকক্ষে আগুন ধরে গেছে।’
রাজধানীর রামপুরায় দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া আগুনে বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) এখনো জ্বলছে। বিটিভির ভেরিফাইড ফেসবুক পোস্টে এই বিষয়ে সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায়ও সেখানে আগুন জ্বলছিল। বিটিভির মূল ভবনেও আগুন জ্বলছে। বাইর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তেও দেখা গেছে। তবে ফায়ার সার্ভিসের কোনো উপস্থিতি দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।
এর আগে বিকেল ৫টায় দেওয়া এক পোস্টে বিটিভি বলছে, বিটিভির গেট ভেঙে শত শত আন্দোলনকারী প্রবেশ করে। রিসিপশন ভবনে আগুন দিয়েছে। কয়েক ডজন গাড়িতে আগুন।
এর আগে বেলা সাড়ে ৩টার পর বিটিভির প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে। আন্দোলনকারীরা বিটিভি সেন্টারে প্রবেশের পর ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে দেন এবং স্লোগান দিতে থাকেন। প্রায় তিন শতাধিক আন্দোলনকারী এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীর একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ উত্তেজিত কিছু শিক্ষার্থী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়। এরপর বিটিভির গেটে আগুন দেয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। পরে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক সাংবাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে। সম্প্রচারকক্ষে আগুন ধরে গেছে।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে