নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনীতিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।
আজ বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনীতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
র্যাব-১-এর অধিনায়ক বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তাঁরা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেই সব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্য সময়ের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।
ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সব সময় সতর্ক আছি।’
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনীতিক এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ।
আজ বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনীতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
র্যাব-১-এর অধিনায়ক বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনীতিক এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তাঁরা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেই সব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন, সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ বলেন, বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্য সময়ের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। এ ছাড়া রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।
ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সব সময় সতর্ক আছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
১ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
৬ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৯ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১৩ মিনিট আগে