রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে গিয়ে উদ্ধার হওয়া যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে পড়ে যাওয়ার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা-বার্তা বলছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার এসব তথ্য জানিয়েছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির।
ওই যুবকের নাম বাঁধন মোল্লা (২৮)। তিনি বরগুনা তালতলি উপজেলার মালেক মোল্লার ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ কর্মকর্তা সিরাজুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শনিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বরকত নামের একটি রো রো ফেরি থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই যুবককে উদ্ধার করে পাড়ে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে।’
ওসি সিরাজুল কবির বলেন, ‘কেন ওই যুবক ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। অনেকেই বলছে, ওই যুবক ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় নদীতে ঝাঁপ দেয়। কিন্তু এ বিষয়েও কোনো অভিযোগ পাইনি। ঘটনার পর ফেরি বরকতের স্টাফদের সঙ্গে কথা বললে তারাও কিছু জানেন না বলে জানিয়েছে।’
নৌ-পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘পুলিশের ধারণা ওই যুবক নেশাগ্রস্ত ছিল। সে কারণে হয়তো মাথা ঘুরে নদীতে পরে যায়। তার সঙ্গে কথা বলে অসংলগ্ন কথা-বার্তা পাওয়া গেছে। এ ছাড়া ওই যুবকের নামে ঢাকার শাহ আলী থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় তিন বছর জেলও খেটেছে। জেলে যাওয়ার আগে দৌলতদিয়া যৌনপল্লিতে সে বিয়ে করে। জেল থেকে বেড় হয়ে এসে, সে তাঁর স্ত্রীকে খুঁজে পায়নি। ঘটনার আগের রাতে সে যৌনপল্লিতে ছিল। হয়তো নেশাগ্রস্ত থাকার কারণে ফেরি থেকে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আটককৃত ওই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
রাজবাড়ীতে পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে গিয়ে উদ্ধার হওয়া যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে পড়ে যাওয়ার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা-বার্তা বলছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার এসব তথ্য জানিয়েছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবির।
ওই যুবকের নাম বাঁধন মোল্লা (২৮)। তিনি বরগুনা তালতলি উপজেলার মালেক মোল্লার ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ কর্মকর্তা সিরাজুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শনিবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বরকত নামের একটি রো রো ফেরি থেকে এক যুবক নদীতে ঝাঁপ দেয়। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই যুবককে উদ্ধার করে পাড়ে নিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে।’
ওসি সিরাজুল কবির বলেন, ‘কেন ওই যুবক ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছে সেটা এখনো জানা যায়নি। অনেকেই বলছে, ওই যুবক ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় নদীতে ঝাঁপ দেয়। কিন্তু এ বিষয়েও কোনো অভিযোগ পাইনি। ঘটনার পর ফেরি বরকতের স্টাফদের সঙ্গে কথা বললে তারাও কিছু জানেন না বলে জানিয়েছে।’
নৌ-পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘পুলিশের ধারণা ওই যুবক নেশাগ্রস্ত ছিল। সে কারণে হয়তো মাথা ঘুরে নদীতে পরে যায়। তার সঙ্গে কথা বলে অসংলগ্ন কথা-বার্তা পাওয়া গেছে। এ ছাড়া ওই যুবকের নামে ঢাকার শাহ আলী থানায় একটি মাদক মামলা ছিল। ওই মামলায় তিন বছর জেলও খেটেছে। জেলে যাওয়ার আগে দৌলতদিয়া যৌনপল্লিতে সে বিয়ে করে। জেল থেকে বেড় হয়ে এসে, সে তাঁর স্ত্রীকে খুঁজে পায়নি। ঘটনার আগের রাতে সে যৌনপল্লিতে ছিল। হয়তো নেশাগ্রস্ত থাকার কারণে ফেরি থেকে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আটককৃত ওই যুবকের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
৪১ মিনিট আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে