অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টের হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণের নাম আবীর হোসেন (২০)। তিনি ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার মা আঁখি আক্তারসহ পরিবারের সদস্যদের নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। বেলা ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তাঁরা। এ সময় সঙ্গে থাকা একজন স্রোতে ভেসে যাওয়ার সময় তাঁকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন আবীর। খবর পেয়ে মিঠামইন থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
প্রত্যক্ষদর্শী পর্যটক সুজন আহমেদ ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বন্ধুরা গোসল করছিলাম, পাশেই আবীররা। হঠাৎ আবীরের সঙ্গে একজন ডুবে যাচ্ছিল, তাঁকে সহায়তা করতে গিয়ে তলিয়ে যায় আবীর। আমরা আবীরকে উদ্ধার করতে চেষ্টা করি। ততক্ষণে পানিতে তলিয়ে ভেসে গেছে। পরে আমি ফায়ার সার্ভিসে খবর দেই।’
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। আগামীকাল সকাল থেকে আবারও অভিযান শুরু করা হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টের হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণের নাম আবীর হোসেন (২০)। তিনি ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার মা আঁখি আক্তারসহ পরিবারের সদস্যদের নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। বেলা ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তাঁরা। এ সময় সঙ্গে থাকা একজন স্রোতে ভেসে যাওয়ার সময় তাঁকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন আবীর। খবর পেয়ে মিঠামইন থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
প্রত্যক্ষদর্শী পর্যটক সুজন আহমেদ ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বন্ধুরা গোসল করছিলাম, পাশেই আবীররা। হঠাৎ আবীরের সঙ্গে একজন ডুবে যাচ্ছিল, তাঁকে সহায়তা করতে গিয়ে তলিয়ে যায় আবীর। আমরা আবীরকে উদ্ধার করতে চেষ্টা করি। ততক্ষণে পানিতে তলিয়ে ভেসে গেছে। পরে আমি ফায়ার সার্ভিসে খবর দেই।’
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। আগামীকাল সকাল থেকে আবারও অভিযান শুরু করা হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
২৮ মিনিট আগে