গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাতে আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, খুলনার বানিয়াখামার এলাকার সৈয়দ এরশাদ আলীর ছেলে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মামসাদ আলী (৩১), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতান শাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), খুলনার তুতপাড়া এলাকার আবু হাসানের স্ত্রী তহুরা বেগম (৫৫), তাঁর মেয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের মো. আসলাম উদ্দিন কুদ্দুছের স্ত্রী তানিয়া আফরোজ (২৮), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া বারইগাতি গ্রামের মো. হাসিব মোল্লার ছেলে সাগর মোল্লা (২৪) ও একই জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার আবদুস সামাদ গাজীর ছেলে সাইদুর রহমান (৪৪)।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. শাহিনুর আলম খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দনসহ পুলিশের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকি আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের কাশিয়ানীর মাঝিগাতী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী মারা যান।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী, মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া আফরোজ নামের এক নারী মারা যান। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাঁদের সদস্যদের কাছে হস্তান্তর হরা হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাতে আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, খুলনার বানিয়াখামার এলাকার সৈয়দ এরশাদ আলীর ছেলে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মামসাদ আলী (৩১), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতান শাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), খুলনার তুতপাড়া এলাকার আবু হাসানের স্ত্রী তহুরা বেগম (৫৫), তাঁর মেয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের মো. আসলাম উদ্দিন কুদ্দুছের স্ত্রী তানিয়া আফরোজ (২৮), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া বারইগাতি গ্রামের মো. হাসিব মোল্লার ছেলে সাগর মোল্লা (২৪) ও একই জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার আবদুস সামাদ গাজীর ছেলে সাইদুর রহমান (৪৪)।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. শাহিনুর আলম খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুল কবির চন্দনসহ পুলিশের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ হেল বাকি আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের কাশিয়ানীর মাঝিগাতী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী মারা যান।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী, মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া আফরোজ নামের এক নারী মারা যান। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাঁদের সদস্যদের কাছে হস্তান্তর হরা হয়েছে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১৩ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩৪ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৯ মিনিট আগে