নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা সংক্রমণের লাগামহীন গতির মধ্যেই বসেছে কোরবানির পশুর হাট। মেয়র গেলেন পরিদর্শনে। দেখলেন কোথাও নেই স্বাস্থ্যবিধি, কারও মাথাব্যথা নেই তা মানাতেও। জরিমানা হলো ১০ লাখ টাকা। ১ ঘণ্টার জন্য বন্ধ রাখা হলো হাসিল ঘর।
আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী হাটে এ ঘটনা ঘটেছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম স্থায়ী এ পশুর হাটের অবস্থা দেখে গণমাধ্যমের কাছে ক্ষোভ জানান।
পশুর হাটের সার্বিক চিত্র দেখে মেয়র বলেন, ‘গাবতলী হাটে এসে সার্বিক চিত্র দেখে আমার মোটেও ভালো লাগেনি। এটিই হচ্ছে সত্য কথা। এই চিত্র আপনারাও দেখছেন, আমিও দেখছি এবং জনগণও দেখছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বলে দিয়েছি আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেই ব্যবস্থা নেওয়ার জন্য।’
গত ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি না মানায় উত্তরার একটি শপিং মল বন্ধ করার উদাহরণ তুলে ধরেন উত্তরের মেয়র। তেমন করে কোনো হাটে স্বাস্থ্যবিধি ও নির্দেশিত নিয়ম না মানা হলে বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, এ বছরই প্রথম উত্তর সিটি করপোরেশনের ৯টি হাটে ৯টি অ্যান্টিজেন টেস্ট বুথ বসানো হয়েছে। তাতে তিনজন ধরা পড়েছে। এরপরও তারা উদাসীন। এটা সিটি করপোরেশনের হাটে হতে পারে না।
এর আগে হাটের সীমানার বাইরে লাগানো বাঁশ ভেঙে দেওয়া হয়। যেসব চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে তা পরিপালন হচ্ছে কি না, তা–ও ঘুরে দেখেন মেয়র। এ সময় যাঁরা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন, তাঁদের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্কবিহীন অনেক ব্যবসায়ীকেও তিনি মাস্ক পরিয়ে দেন। তবে হাটের দায়িত্বে থাকা ইজারাদারের উদাসীনতার কারণে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারশিয়া সুলতানা প্রিয়াঙ্কা ১০ লাখ টাকা জরিমানা করেন।
সাংবাদিকদের আতিক বলেন, ‘এ বছর কোরবানি–পরবর্তী শহর পরিষ্কার করার জন্য আমাদের ১১ হাজার কর্মী কাজ করবে। আমিসহ আমাদের কাউন্সিলররা মাঠে থাকব। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শহর পরিষ্কার করব।’
করোনা সংক্রমণের লাগামহীন গতির মধ্যেই বসেছে কোরবানির পশুর হাট। মেয়র গেলেন পরিদর্শনে। দেখলেন কোথাও নেই স্বাস্থ্যবিধি, কারও মাথাব্যথা নেই তা মানাতেও। জরিমানা হলো ১০ লাখ টাকা। ১ ঘণ্টার জন্য বন্ধ রাখা হলো হাসিল ঘর।
আজ সোমবার সকালে রাজধানীর গাবতলী হাটে এ ঘটনা ঘটেছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম স্থায়ী এ পশুর হাটের অবস্থা দেখে গণমাধ্যমের কাছে ক্ষোভ জানান।
পশুর হাটের সার্বিক চিত্র দেখে মেয়র বলেন, ‘গাবতলী হাটে এসে সার্বিক চিত্র দেখে আমার মোটেও ভালো লাগেনি। এটিই হচ্ছে সত্য কথা। এই চিত্র আপনারাও দেখছেন, আমিও দেখছি এবং জনগণও দেখছে। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বলে দিয়েছি আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেই ব্যবস্থা নেওয়ার জন্য।’
গত ঈদুল ফিতরে স্বাস্থ্যবিধি না মানায় উত্তরার একটি শপিং মল বন্ধ করার উদাহরণ তুলে ধরেন উত্তরের মেয়র। তেমন করে কোনো হাটে স্বাস্থ্যবিধি ও নির্দেশিত নিয়ম না মানা হলে বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, এ বছরই প্রথম উত্তর সিটি করপোরেশনের ৯টি হাটে ৯টি অ্যান্টিজেন টেস্ট বুথ বসানো হয়েছে। তাতে তিনজন ধরা পড়েছে। এরপরও তারা উদাসীন। এটা সিটি করপোরেশনের হাটে হতে পারে না।
এর আগে হাটের সীমানার বাইরে লাগানো বাঁশ ভেঙে দেওয়া হয়। যেসব চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে তা পরিপালন হচ্ছে কি না, তা–ও ঘুরে দেখেন মেয়র। এ সময় যাঁরা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন, তাঁদের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্কবিহীন অনেক ব্যবসায়ীকেও তিনি মাস্ক পরিয়ে দেন। তবে হাটের দায়িত্বে থাকা ইজারাদারের উদাসীনতার কারণে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারশিয়া সুলতানা প্রিয়াঙ্কা ১০ লাখ টাকা জরিমানা করেন।
সাংবাদিকদের আতিক বলেন, ‘এ বছর কোরবানি–পরবর্তী শহর পরিষ্কার করার জন্য আমাদের ১১ হাজার কর্মী কাজ করবে। আমিসহ আমাদের কাউন্সিলররা মাঠে থাকব। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা শহর পরিষ্কার করব।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১০ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১৩ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১৭ মিনিট আগে