নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিল হাতে গোনা। বাসাবো-মান্ডা এলাকায় সকাল থেকেই গণপরিবহন ছিল কম, রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। পুরো এলাকার পরিবেশ ছিল থমথমে। এলাকার বেশ কয়েকটি দোকান বন্ধ দেখা যায়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে মুগদা ও বাসাবো এলাকার বেশ কয়েকটি আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবুজবাগ থানায় হামলা হয়েছে।
সবুজবাগ থানায় গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। থানার সামনে বেশ কয়েকটি ভাঙচুর করা গাড়িও দেখা যায়।
মুগদা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় চায়ের দোকানে মানুষের ভিড়। তাঁরা চলমান ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তবে মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা। অনেক বাসায় গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে।
মান্ডা কাঁচাবাজার মোড়ের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সবার হাতে ছিল ধারালো অস্ত্র।’
তিনি আরও বলেন, হাতের কাছে জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, মোবাইল যা পেয়েছে সবই তাঁরা নিয়ে গেছে।
আরেক বাসিন্দা সুমন হাওলাদার বলেন, গত রাতে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে।
রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিল হাতে গোনা। বাসাবো-মান্ডা এলাকায় সকাল থেকেই গণপরিবহন ছিল কম, রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। পুরো এলাকার পরিবেশ ছিল থমথমে। এলাকার বেশ কয়েকটি দোকান বন্ধ দেখা যায়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে মুগদা ও বাসাবো এলাকার বেশ কয়েকটি আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবুজবাগ থানায় হামলা হয়েছে।
সবুজবাগ থানায় গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। থানার সামনে বেশ কয়েকটি ভাঙচুর করা গাড়িও দেখা যায়।
মুগদা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় চায়ের দোকানে মানুষের ভিড়। তাঁরা চলমান ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তবে মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা। অনেক বাসায় গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে।
মান্ডা কাঁচাবাজার মোড়ের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সবার হাতে ছিল ধারালো অস্ত্র।’
তিনি আরও বলেন, হাতের কাছে জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, মোবাইল যা পেয়েছে সবই তাঁরা নিয়ে গেছে।
আরেক বাসিন্দা সুমন হাওলাদার বলেন, গত রাতে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
৯ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১২ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১২ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২১ মিনিট আগে