টাঙ্গাইল প্রতিনিধি
শীতের তীব্রতা বাড়ায় টাঙ্গাইলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার ১২টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আজ সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন।
স্থানীয় বাসিন্দা হারুন হোসেন জানান, হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে।
অভিভাবক শামসুন নাহার বলেন, ‘ভোরে কুয়াশার মধ্যেই মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে হয়। একাধিক গরম কাপড় পরানোর পরও ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে সন্তানেরা।’
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেন। যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তাহলে বন্ধের সময়সীমা বাড়ানো হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক জানান, টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো সোম ও মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শীত নিবারণের জন্য গরিব ও অসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়, তাহলে বুধবার থেকে বিদ্যালয় খোলা হবে। অন্যথায় বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।
শীতের তীব্রতা বাড়ায় টাঙ্গাইলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার ১২টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আজ সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন।
স্থানীয় বাসিন্দা হারুন হোসেন জানান, হাড়কাঁপানো শীতে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েই চলছে।
অভিভাবক শামসুন নাহার বলেন, ‘ভোরে কুয়াশার মধ্যেই মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে হয়। একাধিক গরম কাপড় পরানোর পরও ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে সন্তানেরা।’
এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ঠান্ডাজনিত রোগে কানাই বাদ্যকর ও বলাই বাদ্যকর নামে ৫ মাস বয়সী যমজ শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেন। যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তাহলে বন্ধের সময়সীমা বাড়ানো হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসক জানান, টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজগুলো সোম ও মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শীত নিবারণের জন্য গরিব ও অসহায় মানুষের মাঝে প্রায় ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়, তাহলে বুধবার থেকে বিদ্যালয় খোলা হবে। অন্যথায় বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে