জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি গাড়ি আটকে সেখান থেকে কিছু নথিপত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিল বলে দাবি শিক্ষার্থীদের।
আজ রোববার গাড়িটি ক্যাম্পাস থেকে বের হলে শিক্ষার্থীরা পিছু নেন। পরে নিম্ন আদালতের সামনের এলাকায় এসে গাড়িটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।
উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন সমন্বয়কেরা। এর মধ্যে খবর আসে সাদা রঙের একটা মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর ওই মাইক্রোবাসকে ধাওয়া করেন শিক্ষার্থীরা।
গাড়িটি নিম্ন আদালত এলাকার সামনে পৌঁছালে শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হন। পরে নথিপত্র উদ্ধার করে গাড়িসহ ক্যাম্পাসে নিয়ে আসেন। উদ্ধার হওয়া নথি বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া হয়।
পরে নথি নিয়ে পালানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরই সেই তালা খুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নথিপত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া আলোচিত শিক্ষক নাসির আহম্মেদের নথিপত্রও ছিল বলে জানান শিক্ষার্থীরা। যিনি হাইকোর্ট থেকে রায় পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের অপেক্ষায় আছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় আমরা একটি মাইক্রোবাস আটক করি। পরে নথি উদ্ধার করে মাইক্রোবাসসহ ক্যাম্পাসে নিয়ে এসেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেটা খুলে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি আটকেছে। ওই গাড়িতে রেগুলার ফাইল ছিল শুধু।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি গাড়ি আটকে সেখান থেকে কিছু নথিপত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিল বলে দাবি শিক্ষার্থীদের।
আজ রোববার গাড়িটি ক্যাম্পাস থেকে বের হলে শিক্ষার্থীরা পিছু নেন। পরে নিম্ন আদালতের সামনের এলাকায় এসে গাড়িটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।
উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন সমন্বয়কেরা। এর মধ্যে খবর আসে সাদা রঙের একটা মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়ার পর ওই মাইক্রোবাসকে ধাওয়া করেন শিক্ষার্থীরা।
গাড়িটি নিম্ন আদালত এলাকার সামনে পৌঁছালে শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হন। পরে নথিপত্র উদ্ধার করে গাড়িসহ ক্যাম্পাসে নিয়ে আসেন। উদ্ধার হওয়া নথি বিশ্ববিদ্যালয়ে ফেরত দেওয়া হয়।
পরে নথি নিয়ে পালানোর অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরই সেই তালা খুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নথিপত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হওয়া আলোচিত শিক্ষক নাসির আহম্মেদের নথিপত্রও ছিল বলে জানান শিক্ষার্থীরা। যিনি হাইকোর্ট থেকে রায় পেয়ে বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের অপেক্ষায় আছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর সময় আমরা একটি মাইক্রোবাস আটক করি। পরে নথি উদ্ধার করে মাইক্রোবাসসহ ক্যাম্পাসে নিয়ে এসেছি। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই সেটা খুলে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি আটকেছে। ওই গাড়িতে রেগুলার ফাইল ছিল শুধু।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
২৮ মিনিট আগে