ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান।
অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন।
শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন।
জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’
আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন।
মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’
আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’
যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন তাঁরা। পরে সন্ধ্যায় মিছিল নিয়ে সচিবালয়ে যান।
অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এতে রাস্তায় বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন।
শাহবাগে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা হাতে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে সবগুলো পথ বন্ধ রাখেন। ফলে কাঁটাবন থেকে মৎসভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হয়। শাহবাগ মোড় অবরোধের ফলে সাধারণ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা হন।
জামাল হোসেন, একজন ষাটোর্ধ্ব বয়সের লোক হেঁটে যাচ্ছেন কাঁটাবনের দিকে। আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অবরোধের ফলে যানজট তৈরি হয়েছে। আমারতো সায়েন্স ল্যাব পৌঁছাতে হবে।’
আব্দুর রহমান নামের একজন যাচ্ছিলেন মতিঝিলের উদ্দেশ্যে। তিনি বলেন, এভাবে দাবি করলেতো হয় না। তাঁদের দাবির ভ্যালিডিটি দেখছি না। তবে আমাদেরতো দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
জাতীয় জাদুঘরের সামনে দুপুরে আয়োজিত মহাসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, শিক্ষক ও গবেষক নুরুজ্জামান হীরা সংহতি প্রকাশ করেন।
মান্না বলেন, ‘লড়াই আমাদের সবার। পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। সরকারি চাকরিতে আবার বয়সসীমা কী? যেকোনো সময় চাকরি পাওয়ার বিষয়ে দেখা দরকার। তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না।’
আন্দোলনকারী রাসেল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১২ বছর যাবৎ এ আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার শুনছে না। আমরা এখন (সন্ধ্যা) সচিবালয়ে যাচ্ছি। সেখানে উপদেষ্টাদের কাছে দাবি পৌঁছাব। আমাদের কথা না শুনলে আমরা কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করব।’
যানজট ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি সাহাব উদ্দিন শাকিল বলেন, ‘দুপুরের দিকে জাদুঘরের সামনে একদল সমাবেশ করে। পরে দেখা যায়, তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। জনদুর্ভোগের বিষয়ে বলেছি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে বিকল্প ব্যবস্থার জন্য কাজ করছে।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১০ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৬ মিনিট আগে