কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ব্যক্তিগত অফিস থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে আরও চারজনকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবলীগ নেতা আজিজুল হক মাসুম।
মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান। এর আগে, গতকাল রোববার গভীর রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়।
গ্রেপ্তার এনামুল ভূঁইয়া (৪০) উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, এলাকায় তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
আটক রাসেলের (২৫) বাড়ি কালীগঞ্জ পৌর এলাকায়, হারিসুল ইসলামের (২১) বাড়ি তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে, হিরন খাঁ (২৫) বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা ও ছানাউল্লাহ (৬০) একই ইউনিয়নের উত্তর রাজনগর এলাকার বাসিন্দা। তাঁদেরকে প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করতে পারলেও যুবলীগ নেতা মাসুমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে এনামুলের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমকে একাধিকবার ফোন দেওয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এসআই জানান, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এনামুলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির ব্যক্তিগত অফিস থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে আরও চারজনকে আটক করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবলীগ নেতা আজিজুল হক মাসুম।
মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান। এর আগে, গতকাল রোববার গভীর রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় পুলিশ অভিযান চালায়।
গ্রেপ্তার এনামুল ভূঁইয়া (৪০) উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, এলাকায় তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
আটক রাসেলের (২৫) বাড়ি কালীগঞ্জ পৌর এলাকায়, হারিসুল ইসলামের (২১) বাড়ি তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে, হিরন খাঁ (২৫) বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের বাসিন্দা ও ছানাউল্লাহ (৬০) একই ইউনিয়নের উত্তর রাজনগর এলাকার বাসিন্দা। তাঁদেরকে প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকায় বক্তারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করতে পারলেও যুবলীগ নেতা মাসুমসহ আরও কয়েকজন পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে এনামুলের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমকে একাধিকবার ফোন দেওয়া হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এসআই জানান, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এনামুলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি চারজনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১৬ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
১ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে