হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ২৫ মণ ওজনের ‘টাইগার’। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে টাইগারের দেখাশোনা করেন কৃষক আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী শেফালী বেগম। ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। তাঁদের দাবি এটি উপজেলার সবচেয়ে বড় গরু। টাইগারকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
লাল রঙের শাহীওয়াল জাতের ৪০ মাস বয়সী ষাঁড়টিকে শখের বসেই নাম রেখেছেন ‘টাইগার’। নামটিও রাখা আদর করে। ২৫ মণ ওজনের ‘টাইগার’কে বিক্রির জন্য ১৫ লাখ টাকা চাইছেন রাজ্জাক।
রাজ্জাকের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘এক বছর ধরে প্রতি মাসে টাইগারের পেছনে আমার ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা ছাঁটাই ছিল। এ ছাড়া ছোলা, পায়রা, খড়, ভুসি, তাজা ঘাস, ভুট্টা ছিল। কোনো ধরনের ভেজাল (রাসায়নিক খাবার) খাওয়ানো হয়নি।
রাজ্জাক বলেন, ‘টাইগারকে প্রতিদিন ১ হাজার টাকার খাবার খাওয়াই। গত কোরবানি ঈদের ৪ দিন আগে ৪ লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। নিয়ম করে দুই বেলা শ্যাম্পু দিয়ে টাইগারকে গোসল করানো হয়। টাইগারের মেজাজ ঠান্ডা রাখতে বাতাস করা হয় বড় দুটি ফ্যান দিয়ে। টাইগারকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ। আজ রাতে ঢাকার গাবতলি হাটে নিয়ে যাব টাইগারকে।’
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলার বড় ষাঁড়টি ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবে খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষকের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ২৫ মণ ওজনের ‘টাইগার’। উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে টাইগারের দেখাশোনা করেন কৃষক আব্দুল রাজ্জাক ও তার স্ত্রী শেফালী বেগম। ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। তাঁদের দাবি এটি উপজেলার সবচেয়ে বড় গরু। টাইগারকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
লাল রঙের শাহীওয়াল জাতের ৪০ মাস বয়সী ষাঁড়টিকে শখের বসেই নাম রেখেছেন ‘টাইগার’। নামটিও রাখা আদর করে। ২৫ মণ ওজনের ‘টাইগার’কে বিক্রির জন্য ১৫ লাখ টাকা চাইছেন রাজ্জাক।
রাজ্জাকের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘এক বছর ধরে প্রতি মাসে টাইগারের পেছনে আমার ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত এক বছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এত বড় করেছি।’
খাবার তালিকায় এক বছরে ৬০০ বস্তা ছাঁটাই ছিল। এ ছাড়া ছোলা, পায়রা, খড়, ভুসি, তাজা ঘাস, ভুট্টা ছিল। কোনো ধরনের ভেজাল (রাসায়নিক খাবার) খাওয়ানো হয়নি।
রাজ্জাক বলেন, ‘টাইগারকে প্রতিদিন ১ হাজার টাকার খাবার খাওয়াই। গত কোরবানি ঈদের ৪ দিন আগে ৪ লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। নিয়ম করে দুই বেলা শ্যাম্পু দিয়ে টাইগারকে গোসল করানো হয়। টাইগারের মেজাজ ঠান্ডা রাখতে বাতাস করা হয় বড় দুটি ফ্যান দিয়ে। টাইগারকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় জমান বিভিন্ন এলাকার মানুষ। আজ রাতে ঢাকার গাবতলি হাটে নিয়ে যাব টাইগারকে।’
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম বলেন, ‘উপজেলার বড় ষাঁড়টি ভালো দামে বিক্রি করতে পারলে লাভবান হবে খামারি। আমরা নিয়মিত খামারির বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।’
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে আবদুস শহীদকে আদালতে হাজির করে পুলিশ।
৭ মিনিট আগেসাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০) শেরপুর থানায় এ লিখিত অভিযোগ করেন।
৮ মিনিট আগেনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে ১৭ দিন অভিযান চালিয়ে ৫১৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ লাখ এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরা থেকে আটকের সময় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটির বেশি টাকা ও প্রায় ৮৫ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
১৯ মিনিট আগে