টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ছাড়াই বাড়ি ফিরে গেছে। চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার ৫২১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৫২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ৩ লাখের বেশি শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। তাদের পাঠদান করান ১২ হাজার ৯০০ শিক্ষক।
আজ রোববার সকালে জেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জমায়েত করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবির ন্যায্যতাও তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে।
এদিকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণ শেষ হয়নি। তাঁরাও আন্দোলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে।
মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন বলেন, ‘জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
টাঙ্গাইলের শিক্ষক নেতা আব্দুল মালেক বলেন, জেলার সব উপজেলা থেকে শিক্ষকেরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আগামীকার সোমবার থেকে অন্য শিক্ষকেরাও ওই আন্দোলনে শরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রোববার থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ রেখেছেন তাঁরা। এই মুহূর্তে আমাদের কী করণীয় সে ব্যাপারে মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
টাঙ্গাইলের এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকেরা তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ ছাড়াই বাড়ি ফিরে গেছে। চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার ৫২১টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৫২১টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে ৩ লাখের বেশি শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে। তাদের পাঠদান করান ১২ হাজার ৯০০ শিক্ষক।
আজ রোববার সকালে জেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জমায়েত করে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় শিক্ষকেরা তাঁদের চাকরি জাতীয়করণের দাবির ন্যায্যতাও তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে।
এদিকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা গ্রহণ শেষ হয়নি। তাঁরাও আন্দোলনে অংশ নিয়েছেন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে।
মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন বলেন, ‘জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করতে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই সব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
টাঙ্গাইলের শিক্ষক নেতা আব্দুল মালেক বলেন, জেলার সব উপজেলা থেকে শিক্ষকেরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। আগামীকার সোমবার থেকে অন্য শিক্ষকেরাও ওই আন্দোলনে শরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ রোববার থেকে এমপিওভুক্ত বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে পাঠদান বন্ধ রেখেছেন তাঁরা। এই মুহূর্তে আমাদের কী করণীয় সে ব্যাপারে মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১০ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
১ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে