ঢামেক প্রতিবেদক
রাজধানীর ইডেন মহিলা কলেজের ভেতরে বিষপানে আব্দুল করিম (১৭) নামের এক ক্যানটিন বয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃত করিমের সহকর্মী মো. মাহফুজ জানায়, দুপুরে ক্যানটিনের কাজ শেষ করে বেলা ৩টার দিকে বাইরের দোকানে যায়। ২০ মিনিট পরে ফিরে এসে ইডেন কলেজের ভেতরেই জেবুন্নেছা হলের সামনে অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মাহফুজ আরও জানায়, হাসপাতালে নিয়ে আসার সময় তার লুঙ্গির কোমরে ইঁদুর মারার ওষুধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেন সে এই ওষুধ খেয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি।
আব্দুল করিমের দুলাভাই মো. সোহেল বলেন, ‘তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামে। বাবার নাম আবুল হোসেন। বর্তমানে সে ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে থাকত এবং ক্যানটিন বয়ের কাজ করত। বিকেলে জানতে পারি করিম বিষজাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়েছে। পরে হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাই। তবে কেন সে বিষ পান করেছে তা আমাদের জানা নেই।’
রাজধানীর ইডেন মহিলা কলেজের ভেতরে বিষপানে আব্দুল করিম (১৭) নামের এক ক্যানটিন বয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃত করিমের সহকর্মী মো. মাহফুজ জানায়, দুপুরে ক্যানটিনের কাজ শেষ করে বেলা ৩টার দিকে বাইরের দোকানে যায়। ২০ মিনিট পরে ফিরে এসে ইডেন কলেজের ভেতরেই জেবুন্নেছা হলের সামনে অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মাহফুজ আরও জানায়, হাসপাতালে নিয়ে আসার সময় তার লুঙ্গির কোমরে ইঁদুর মারার ওষুধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেন সে এই ওষুধ খেয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি।
আব্দুল করিমের দুলাভাই মো. সোহেল বলেন, ‘তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামে। বাবার নাম আবুল হোসেন। বর্তমানে সে ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে থাকত এবং ক্যানটিন বয়ের কাজ করত। বিকেলে জানতে পারি করিম বিষজাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়েছে। পরে হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাই। তবে কেন সে বিষ পান করেছে তা আমাদের জানা নেই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।
৮ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে জায়ামাতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১২ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১৬ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
২০ মিনিট আগে