মাদারীপুরে গৃহবধূকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১: ৫২
Thumbnail image
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে আহত গৃহবধূ সাবরিনা আক্তার। ছবি: সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৃহবধূ সাবরিনা আক্তারকে (২৪) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ ঘটনা ঘটেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবরিনা সদর উপজেলার মস্তফাপুরের নজরুল খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মস্তফাপুরের ফেরদাউস হাওলাদারের সঙ্গে একই এলাকার নজরুল খানের বিরোধ চলছিল। এরই জেরে ফেরদাউস লোকজন নিয়ে রাতে নজরুলের বাড়িতে হামলা চালান।

আহত গৃহবধূর স্বামী নজরুল খান বলেন, ‘ফেরদাউস হাওলাদারের লোকজন আমার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিলে আমার স্ত্রী সাবরিনাকে কুপিয়ে জখম করে ফেরদাউসের লোকজন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাবরিনাকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফেরদাউস হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত