বারিধারায় ফের কলাগাছ থেরাপির হুঁশিয়ারি মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬: ২৫
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭: ২৩

রাজধানীর অভিজাত এলাকা বারিধারায় অনেক বাড়ির পয়োবর্জ্যের লাইন সরাসরি দেওয়া হয়েছে লেকে। লেকের পানি দূষণমুক্ত করতে পয়োবর্জ্যের লাইনে কলাগাছ ঢুকিয়ে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

আজ শুক্রবার বারিধারা ডিপ্লোমেটিক জোনের ৩ নম্বর সড়কে পাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বারিধারার বাড়ির মালিকদের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে বারিধারার কয়েকটি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ লেক থেকে বিচ্ছিন্ন করেন ডিএনসিসি মেয়র। 

মেয়র আতিক বলেন, ‘গত বছর কলাগাছ ঢোকানো হয়েছে বারিধারার কয়েকটি বাড়িতে। দরকার পড়লে আরও বাড়িতে কলাগাছ ঢুকবে। কিন্তু পয়োবর্জ্যের জন্য আমার ড্রেন আপনারা ব্যবহার করতে পারবেন না।’

পাড়া উৎসব নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আজকে শুধু গান হবে, ইচ্ছেমতো ফান হবে। আমরা সব সময় ব্যস্ত থাকি আমাদের মোবাইল ফোনে। বাসার ওপরে থাকি, নিচে কে থাকে চিনতে পারি না। পাড়া উৎসবে অন্যের সঙ্গে যোগাযোগ তৈরি করব, একে অন্যকে চিনব।’ 

শৈশবের স্মৃতিচারণা করে মেয়র আতিকুল বলেন, ‘আমরা ছোটবেলায় পাড়া উৎসব করতাম। আমাদের মায়েরা চালের রুটি বানাত, আর বলত প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসতে। এগুলো সব আমরা হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা। এই পাড়া উৎসবের মাধ্যমে আমরা একটা বন্ধন তৈরি করতে চাই। পাড়া উৎসবের মাধ্যমে বলতে চাই, আমরা মানুষের পাশে আছি। সুখের সময় না থাকলেও, বিপদের সময় সবার সঙ্গে আছি। এটি হলো আমাদের পাড়া উৎসবের ম্যাসেজ।’ 

এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ কয়েকটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। পাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বারিধারা সোসাইটির সভাপতি ফিরোজ এম হাসান, পাড়া উৎসবের সমন্বয়ক রেহনুমা করিম প্রমুখ। 
 
এবারের পাড়া উৎসবের আয়োজন করে ডিএনসিসি, হিরোস ফর অল ও বারিধারা সোসাইটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত