Ajker Patrika

গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত, মহাসড়কে অবরোধ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ০৮
গাজীপুর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত, মহাসড়কে অবরোধ-ভাঙচুর

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করছেন অন্যান্য শ্রমিকরা।

আজ শনিবার সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এ ঘটনা ঘটে। জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. ইব্রাহিম খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, নিহত শ্রমিকের নাম মোসাম্মৎ মনিরা বেগম (৩৫)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার তালিতাকান্দি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। প্রাথমিকভাবে জানা যায়, নিহত নারী স্থানীয় লিজ কমপ্লেক্স গার্মেন্টসে কাজ করতেন। তিনি পরিবার নিয়ে মহানগরীর তারগাছ এলাকায় রড ফ্যাক্টরি সংলগ্ন হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। তবে, তাদের অধিকাংশ আত্মীয় মহানগরীর এরশাদনগর এলাকায় ভাড়া বাসায় থাকে। তিনি এক সন্তানের জননী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন এক নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বেপরোয়া গতির একটি ময়লার গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যায়। দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন পোশাক শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানা ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক নেমে আসে। পরে তারা মহাসড়কে অবরোধ করে সৃষ্টি করে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এ সময় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় ঘটনাস্থলের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেছে জনতাজিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর স্থানীয় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত