Ajker Patrika

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাবি ও বুয়েটে ছাত্র–জনতার বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২২: ১৫
গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে টিএসসি এলাকায় ছাত্র–জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে টিএসসি এলাকায় ছাত্র–জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ও ‘ওয়ার্ল্ড স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনসহ আজ সোমবার দিনভর এসব কর্মসূচি চলে।

আজ বেলা ১১টা থেকে বিভিন্ন স্কুল–কলেজ ও মেডিকেলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন। ক্রমান্বয়ে বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এতে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সেখানে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা নার্সিং কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে আসেন।

বেলা ১টা নাগাদ টিএসসি এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকাও দাহ করেন তাঁরা।

এদিকে আন্তর্জাতিক এই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ক্লাস-পরীক্ষা বর্জন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এর সঙ্গে সংহতি জানিয়ে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব দাপ্তরিক কাজ বন্ধ রাখেন। পাশাপাশি এ দিনের সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখেন।

বুয়েটে শিক্ষক–শিক্ষার্থীদের প্রতিবাদ

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বুয়েটেও শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

বেলা ১১টার দিকে বুয়েট ২০ ব্যাচের শিক্ষার্থীদের নেতৃত্বে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

ছাত্র–জনতার বিক্ষোভে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি: আজকের পত্রিকা
ছাত্র–জনতার বিক্ষোভে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ‘এ ধ্বংসস্তূপ থেকে স্বাধীন ফিলিস্তিন ঘুরে দাঁড়াবে, সেই ঘুরে দাঁড়ানো এ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পতনের মধ্য দিয়ে সূচনা হবে। এ চিন্তা মাথায় রেখেই বাংলাদেশের তরুণদের নিজেদের জীবনকে সাজাতে হবে।’

এদিকে বুয়েট প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বুয়েটের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদ কর্মসূচি

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

আজ বিকেল ৫টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক ব্যানারে একটি বিক্ষোভ–মিছিল হয়। সমাবেশে এ সংগঠনের সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে মুক্তি অর্জন করেছে, সেই মুক্তির হাওয়া খুব শিগগির কাশ্মীর ও প্যালেস্টাইনে বইবে।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ৭ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট, অফিস ও আদালত বন্ধ রাখা; ৮ এপ্রিল মহানগরব্যাপী প্রতিবাদ সমাবেশ, ৯ এপ্রিল ফিলিস্তিনের পতাকা উত্তোলন, ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি প্রদান, ১১ এপ্রিল জেলাপর্যায়ে গণ–আন্দোলন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র–জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র–জনতার বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি

‘আজাদ প্যালেস্টাইন’ নামক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন ছয় দফা দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আজ সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল বেলা সাড়ে ৩টায় রাজু ভাস্কর্য থেকে মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল করবে তারা। এ কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে বলেও জানায় তারা। সেখানে নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হবে।

সংগঠনটির ৬ দফা দাবি

গাজায় চলমান গণহত্যা ও মার্কিন সহায়তার রাষ্ট্রীয়ভাবে নিন্দা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহির আওতায় আনা, পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ পুনঃস্থাপন, সব ক্ষেত্রে ইসরায়েলকে বর্জন, আওয়ামী লীগের সঙ্গে ইসরায়েলের গোপন চুক্তি প্রকাশ ও আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা।

সংগঠনটির অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ দল-মত–নির্বিশেষে বৃহত্তর ঐক্য গড়ে তুলে দেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ গণজমায়েত গঠনের আহ্বান জানান।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এক বিবৃতিতে গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানান এবং ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।

তাঁরা বলেন, ‘ইসরায়েলি দখলদারত্ব ও গণহত্যা মানবতার ইতিহাসে অন্যতম ঘৃণ্য অপরাধ। রাজনৈতিক পরিচয় ভুলে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজপথে সক্রিয় হওয়া নৈতিক দায়িত্ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত