Ajker Patrika

সখীপুরে পেট্রলের দোকানে আগুন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
সখীপুরে পেট্রলের দোকানে আগুন। ছবি: আজকের পত্রিকা
সখীপুরে পেট্রলের দোকানে আগুন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে একটি পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কচুয়া রোডের ডালিমের খেলাঘর, ইউসুফ মিয়ার পেট্রলের দোকানসহ অন্তত আরও পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

আজ রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আশপাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে, দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করবে। সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে, অগ্নিকাণ্ডের পশ্চিম পাশে ডাচ্-বাংলা ব্যাংক ও পূর্ব পাশে একটি টিনের দোকানের পরই অগ্রণী ব্যাংকের কার্যালয়। আগুন ছড়িয়ে পড়লে শাখা দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা বলতে পারেননি কেউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত