নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজালাল মজুমদার তাঁর ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজালাল দাবি করেন, বারবার হামলার শিকার হয়েও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যুবলীগের নেতা মোস্তফা নুরুজ্জামান জুয়েলের নেতৃত্বে তাঁকে হত্যার উদ্দেশে হামলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পাঁচ মাস ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে।
শাহজালাল মজুমদার বলেন, ‘আমি জানতে চাই কার নির্দেশে ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। আমি একজন হামলার শিকার হওয়ার পরও আমাকে ১ নম্বর আসামি করে আরও ৫ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়টি বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল মজুমদার অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের (এমপি) ভাতিজা তোফায়েলসহ পরিবারের সদস্যদের পছন্দের সদস্যপ্রার্থী মনির হোসেনকে নির্বাচনে সহযোগিতা করার নির্দেশ দেন এমপি। প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতির কারণে এই কাজ সম্পন্ন না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাঠে ৩ নম্বর ওয়ার্ডের সভায় অংশগ্রহণের পর জুয়েল তাঁর ওপর হামলার হুমকি দেন। পরদিন জুয়েলের নির্দেশেই ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেনকে ইউনিয়ন পরিষদের কাছে পদুয়া বাজারে জনসমক্ষে মারধর করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
শাহজালাল মজুমদার বলেন, ‘গত ১৮ মে চৌমুহনী বাজারে আনোয়ার নামে এক সন্ত্রাসী আমার ওপরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ না করতে পেরে আমার বাড়িতে ও বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও সেবামূলক কাজ করে আসছিলাম। সর্বশেষ ১৪ জুলাই বেলা ৩টায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার সময় মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। চিৎকারের কারণে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন।’
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজালাল মজুমদার তাঁর ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজালাল দাবি করেন, বারবার হামলার শিকার হয়েও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যুবলীগের নেতা মোস্তফা নুরুজ্জামান জুয়েলের নেতৃত্বে তাঁকে হত্যার উদ্দেশে হামলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পাঁচ মাস ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে।
শাহজালাল মজুমদার বলেন, ‘আমি জানতে চাই কার নির্দেশে ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। আমি একজন হামলার শিকার হওয়ার পরও আমাকে ১ নম্বর আসামি করে আরও ৫ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়টি বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল মজুমদার অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের (এমপি) ভাতিজা তোফায়েলসহ পরিবারের সদস্যদের পছন্দের সদস্যপ্রার্থী মনির হোসেনকে নির্বাচনে সহযোগিতা করার নির্দেশ দেন এমপি। প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতির কারণে এই কাজ সম্পন্ন না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাঠে ৩ নম্বর ওয়ার্ডের সভায় অংশগ্রহণের পর জুয়েল তাঁর ওপর হামলার হুমকি দেন। পরদিন জুয়েলের নির্দেশেই ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেনকে ইউনিয়ন পরিষদের কাছে পদুয়া বাজারে জনসমক্ষে মারধর করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
শাহজালাল মজুমদার বলেন, ‘গত ১৮ মে চৌমুহনী বাজারে আনোয়ার নামে এক সন্ত্রাসী আমার ওপরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ না করতে পেরে আমার বাড়িতে ও বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও সেবামূলক কাজ করে আসছিলাম। সর্বশেষ ১৪ জুলাই বেলা ৩টায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার সময় মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। চিৎকারের কারণে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন।’
ঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
২ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
১৫ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. ম
২৯ মিনিট আগে