ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ফরিদপুরের ভাঙ্গা এবং মধুখালীতে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে নিশাদ শিকদার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আশিক হোসেন। আশিক নিয়ন্ত্রণ হারানো ট্রাকচালকের সহকারী ছিলেন এবং নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। নিশাদ মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিলেন। তখন রাস্তা পার হওয়ার সময় খালি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিশাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিংয়ের নিচে। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
অপরদিকে মধখালীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আশিক হোসেন নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রাজিব হোসেন বলেন, ভোরে গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে রেইনট্রিগাছ ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা-পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের দরজা ভেঙে চালকের আসনে থাকা তাঁর সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল শেখ বলেন, ‘আমরা মৃত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেছি।’
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী আশিক হোসেন। লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ফরিদপুরের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ফরিদপুরের ভাঙ্গা এবং মধুখালীতে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে নিশাদ শিকদার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আশিক হোসেন। আশিক নিয়ন্ত্রণ হারানো ট্রাকচালকের সহকারী ছিলেন এবং নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। নিশাদ মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিলেন। তখন রাস্তা পার হওয়ার সময় খালি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিশাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিংয়ের নিচে। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
অপরদিকে মধখালীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আশিক হোসেন নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রাজিব হোসেন বলেন, ভোরে গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে রেইনট্রিগাছ ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা-পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের দরজা ভেঙে চালকের আসনে থাকা তাঁর সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল শেখ বলেন, ‘আমরা মৃত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেছি।’
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী আশিক হোসেন। লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩০ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে