Ajker Patrika

বঙ্গবন্ধু সেতু পার হতে মোটরসাইকেলের দীর্ঘ সারি 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১২: ১২
বঙ্গবন্ধু সেতু পার হতে মোটরসাইকেলের দীর্ঘ সারি 

ঈদযাত্রার প্রথম দিন আজ। বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারসহ রওনা হয়েছেন মোটরসাইকেলে। বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে শত শত মোটরসাইকেল। আজ বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি চোখে পড়ে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পাশে স্থাপিত আলাদা বুথে সেতু পারের অপেক্ষায় রয়েছে। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। এদিকে মহাসড়কে বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। 

টাঙ্গাইল থেকে কুষ্টিয়ায় যাওয়া ফরহাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেলে করে ভোররাতে স্ত্রী-সন্তান নিয়ে রওনা হয়েছি।’ আরেক মোটরসাইকেল আরোহী জানান, ছুটির প্রথম দিনে মহাসড়ক ফাঁকা ছিল। ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে সহজে বাড়ি যেতে পারছেন। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত