সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে দ্রুততম সময়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, ‘মুন্সিগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু কিছু কিছু কাজ এখানো হয় নাই। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি।’
উপদেষ্টা জানান, মুন্সিগঞ্জে তাড়াতাড়ি একটি মেডিকেল কলেজ করা যায় কি না, সে বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে এক-দুই মাসের মধ্যে কাজ শুরুর চেষ্টা তাঁরা করছেন।
উপদেষ্টা বলেন, ‘মেডিকেল কলেজের জন্য ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে এই জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখনো কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজটা শেষ করি, তারপর বিশ্ববিদ্যালয় হয়তো আমরা করার চেষ্টা করব।’
ইদ্রাকপুর দুর্গ বা কেল্লা সংস্কারের ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিক্রমপুরের ঐতিহ্য কিন্তু অনেক বেশি। এই ইদ্রাকপুর কেল্লা এটার মধ্যে একটা। এ কেল্লা কীভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে সাংস্কৃতিক উপদেষ্টা আসছেন। তিনি আমাদের এ বিষয়ে একটা ভালো আইডিয়া দিয়েছেন। উনি তাঁর তহবিল থেকে টাকাও দেবেন। আমরা ওটা দিয়ে কেল্লার সংস্কার করব।’
মুন্সিগঞ্জের সড়ক ও সেতু উন্নয়নের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ। রাস্তাঘাটগুলো কীভাবে উন্নত করা যায়, এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। আর দুটি সেতুর মধ্যে একটা সেতুর (মোল্লার হাট) দরপত্র হয়ে গেছে। এসব ব্যাপারে উপদেষ্টারা কিন্তু সহযোগিতা করার জন্যই এখানে আছেন।’
গজারিয়া উপজেলার ফুলদী নদীতে সেতু নির্মাণের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ওই সেতু নির্মাণের জন্য ২৫০ থেকে ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। ওটা নিয়েও আমাদের এখানে আলোচনা হয়েছে। ওটা আমরা পরে একসময় শুরু করব। সবগুলো একসঙ্গে তো হবে না।’
জাহাঙ্গীর আলম জানান, মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমির পাশাপাশি গণসদন সংস্কার করে দেওয়া হবে।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আদিলুর রহমান খান ও মোস্তফা সরয়ার ফারুকী। উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. খায়েরুজ্জামান মজুমদার, মো. মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।
মুন্সিগঞ্জে দ্রুততম সময়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, ‘মুন্সিগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু কিছু কিছু কাজ এখানো হয় নাই। অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি।’
উপদেষ্টা জানান, মুন্সিগঞ্জে তাড়াতাড়ি একটি মেডিকেল কলেজ করা যায় কি না, সে বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে এক-দুই মাসের মধ্যে কাজ শুরুর চেষ্টা তাঁরা করছেন।
উপদেষ্টা বলেন, ‘মেডিকেল কলেজের জন্য ইতিমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে এই জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখনো কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজটা শেষ করি, তারপর বিশ্ববিদ্যালয় হয়তো আমরা করার চেষ্টা করব।’
ইদ্রাকপুর দুর্গ বা কেল্লা সংস্কারের ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিক্রমপুরের ঐতিহ্য কিন্তু অনেক বেশি। এই ইদ্রাকপুর কেল্লা এটার মধ্যে একটা। এ কেল্লা কীভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে সাংস্কৃতিক উপদেষ্টা আসছেন। তিনি আমাদের এ বিষয়ে একটা ভালো আইডিয়া দিয়েছেন। উনি তাঁর তহবিল থেকে টাকাও দেবেন। আমরা ওটা দিয়ে কেল্লার সংস্কার করব।’
মুন্সিগঞ্জের সড়ক ও সেতু উন্নয়নের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ। রাস্তাঘাটগুলো কীভাবে উন্নত করা যায়, এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। আর দুটি সেতুর মধ্যে একটা সেতুর (মোল্লার হাট) দরপত্র হয়ে গেছে। এসব ব্যাপারে উপদেষ্টারা কিন্তু সহযোগিতা করার জন্যই এখানে আছেন।’
গজারিয়া উপজেলার ফুলদী নদীতে সেতু নির্মাণের দাবি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ওই সেতু নির্মাণের জন্য ২৫০ থেকে ৩০০ কোটি টাকা প্রয়োজন হবে। ওটা নিয়েও আমাদের এখানে আলোচনা হয়েছে। ওটা আমরা পরে একসময় শুরু করব। সবগুলো একসঙ্গে তো হবে না।’
জাহাঙ্গীর আলম জানান, মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমির পাশাপাশি গণসদন সংস্কার করে দেওয়া হবে।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আদিলুর রহমান খান ও মোস্তফা সরয়ার ফারুকী। উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. খায়েরুজ্জামান মজুমদার, মো. মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা প্রমুখ।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৭ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৭ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৭ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৭ ঘণ্টা আগে