Ajker Patrika

পদে পুনর্বহালের দাবিতে উপজেলা ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৪: ৫৫
পদে পুনর্বহালের দাবিতে উপজেলা ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। দাবি না মানলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম আয়োজিত মানববন্ধনে অংশ নেন তাঁরা। 

চলতি বছরের চারটি ধাপে দেশের ৪৯৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপিসহ সমমনা দলের নেতারা অংশ নেননি। তাই অধিকাংশ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত একাধিক প্রার্থীরাই অংশ নেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের সভাপতি লায়লা বানু বলেন, ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪-এ হয়েছে। চারটি ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আমরা নির্বাচিত হয়েছি। কিন্তু বিগত উদ্ভূত পরিস্থিতিতে ১৯ আগস্ট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এক নির্বাহী আদেশে অপসারণ করা হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত অমানবিক।’ 

দায়িত্ব থেকে অপসারণ করে ৪৯৪টি উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানের প্রতি অন্যায় ও অবিচার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ কারণে ভোগান্তিতে সাধারণ জনগণ, সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি, বাজার নিয়ন্ত্রণহীন, বন্যায় সরকারি সহায়তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোয় ব্যর্থতা।’ 

লায়লা বানু বলেন, ‘জনপ্রতিনিধিদের অপসারণের কারণে স্থানীয় সরকারব্যবস্থা ভেঙে যাওয়াসহ সাধারণ জনগণের সরকারের সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এবং স্থানীয় সরকারকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাঙ্ক্ষিত সেবা বাধাগ্রস্ত হচ্ছে।’ 

ফোরামের সভাপতি বলেন, ‘চেয়ারম্যানরা পলাতক কিংবা অনুপস্থিত, যা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের নিজ নিজ অধিক্ষেত্রে অপসারণের দিন পর্যন্ত নিজ নিজ উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, যার দালিলিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। আজকের শান্তিপূর্ণ কর্মসূচি সরকার গুরুত্বসহকারে দেখবেন এবং তৃণমূল পর্যায়ের জনগণের কথা চিন্তা করে আমাদের দাবি মেনে নেবেন।’ 

দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে লায়লা বানু বলেন, ‘পূর্ববর্তী কর্মসূচির মতো সরকার কর্ণপাত না করে বা জনগণের নাগরিক অধিকার, মানবাধিকার নিশ্চিত এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’ 

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেনতিনি বলেন, ‘অনতিবিলম্বে অপসারণ প্রত্যাহার করে, আমাদের দাবি মেনে নিয়ে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা সুনিশ্চিত করতে আমাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’ 

এ দিকে মানববন্ধন করেছেন পদচ্যুত জেলা পরিষদের নির্বাচিত সদস্যরাও। রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের আমরা একটি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের সঙ্গে বৈষম্য করা হলো। আইনকে বাতিল করে আমাদের বাতিল করা হলো। দেশে গণ-অভ্যুত্থান হতে পারে, কিন্তু জনগণ কি আমাদের বাতিলের জন্য গণ-অভ্যুত্থান করেছে?’ 

তিনি আরও বলেন, ‘জেলা পরিষদের সদস্য, কাউন্সিল, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের স্বপদে বহাল দাবি জানাচ্ছি। আমাদের সঙ্গে বৈষম্য করবেন না। জনগণের সঙ্গে কাজ করার সুযোগ করে দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত