Ajker Patrika

শ্রমিক নয়, বহিরাগতদের উসকানিতে কারখানায় হামলা: আইবিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২২
শ্রমিক নয়, বহিরাগতদের উসকানিতে কারখানায় হামলা: আইবিসি

শ্রমিকেরা নন, বরং বহিরাগত, ঝুট ব্যবসায়ী ও চাকরিপ্রত্যাশীদের উসকানিতে তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়ল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগের পাশাপাশি ১০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এম নাজিম উদ্দিন। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আশুলিয়া-সাভার, টঙ্গী, গাজীপুর শিল্প অঞ্চলে কারখানা ভাঙচুর, হামলা, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।’ 

মো. শহীদুল্লাহ বাদল বলেন, ‘ওই সব এলাকার বহিরাগত, জুট ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, টোকাই ও চাকরিপ্রত্যাশীরা নানাভাবে শ্রমিকদের উসকানি দিয়ে কারখানা শ্রমিকদের বের করে দিচ্ছে, কারখানা বন্ধ করে দিচ্ছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আইবিসির অথবা ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো এই কর্মকাণ্ড বা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয়।’ 

সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো—পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ করে কোনো কারখানা বন্ধ না করা, সব কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ, শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকা, বিগত দিনে বেআইনিভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, ঘোষিত ন্যূনতম মজুরি সব গার্মেন্টস কারখানায় বাস্তবায়নের তদারকি, মজুরি আন্দোলনের সময় সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গার্মেন্টস শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে রেশনিং প্রথা চালু, যখন-তখন বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ এবং বাড়িভাড়া বৃদ্ধির ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতির নেওয়ার ব্যবস্থা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত