জবি প্রতিনিধি
সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহসমন্বয়ক পরিচয় দিয়ে এক যুবক একটি বাসের হেলপারকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে সমালোচনার শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জবির সমন্বয়কেরা।
গতকাল সোমবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়তে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাসের হেলপারকে মারধর করার সময় ওই যুবক বলছেন, ‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’
এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন।
জানা যায়, হেলপারকে মারধর করা যুবকের নাম তোসেফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
শাকিলের পরিচয় নিশ্চিত করে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) ২০১৮-১৯ সেশনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী, তবে রিঅ্যাড নিয়ে ১৫ ব্যাচের সঙ্গে ক্লাস করে।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহসমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও এই শাকিলের নাম নেই।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া নূর নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) এমন কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে আমাদের ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সহসমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। সাধারণ জনগণ এতক্ষণে বুঝে গেছে, যারা নতুনভাবে দেশ স্বাধীনের সঙ্গে ছিল, তাদের আচরণ এমন হতে পারে না। সে যদি দ্রুত তার ভুল স্বীকার করে জাতির উদ্দেশে ক্ষমা না চায়, ওই হেলপারের কাছে ক্ষমা না চায়, আর সে যে সহসমন্বয়ক ছিল না, এটা যদি না স্বীকার করে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব।’
নূর নবী আরও বলেন, ‘শাকিলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার যে বিষয়টি আসছে, এ বিষয়ে আমরা এখনো সে রকম প্রমাণ পাইনি। তবে সে ছাত্রলীগ করুক আর না করুক, সে যে দুটি কর্মকাণ্ড করেছে, তার জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।’
সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহসমন্বয়ক পরিচয় দিয়ে এক যুবক একটি বাসের হেলপারকে মারধর করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে সমালোচনার শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জবির সমন্বয়কেরা।
গতকাল সোমবার রাতেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ছড়িয়ে পড়তে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বাসের হেলপারকে মারধর করার সময় ওই যুবক বলছেন, ‘আমারে চিনস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসমন্বয়ক।’
এক মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় যুবকটি হেলপারকে বেশ কয়েকবার থাপ্পড় দিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় ওই যুবক মারমুখী অবস্থায় ছিলেন।
জানা যায়, হেলপারকে মারধর করা যুবকের নাম তোসেফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
শাকিলের পরিচয় নিশ্চিত করে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) ২০১৮-১৯ সেশনের ১৪তম আবর্তনের শিক্ষার্থী, তবে রিঅ্যাড নিয়ে ১৫ ব্যাচের সঙ্গে ক্লাস করে।’
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহসমন্বয়ক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও এই শাকিলের নাম নেই।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া নূর নবী আজকের পত্রিকাকে বলেন, ‘সে (শাকিল) এমন কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে আমাদের ব্যানারটিকে প্রশ্নবিদ্ধ করেছে। সহসমন্বয়ক বলতে আমাদের এখানে কোনো পদ ছিল না। সাধারণ জনগণ এতক্ষণে বুঝে গেছে, যারা নতুনভাবে দেশ স্বাধীনের সঙ্গে ছিল, তাদের আচরণ এমন হতে পারে না। সে যদি দ্রুত তার ভুল স্বীকার করে জাতির উদ্দেশে ক্ষমা না চায়, ওই হেলপারের কাছে ক্ষমা না চায়, আর সে যে সহসমন্বয়ক ছিল না, এটা যদি না স্বীকার করে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব।’
নূর নবী আরও বলেন, ‘শাকিলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার যে বিষয়টি আসছে, এ বিষয়ে আমরা এখনো সে রকম প্রমাণ পাইনি। তবে সে ছাত্রলীগ করুক আর না করুক, সে যে দুটি কর্মকাণ্ড করেছে, তার জন্য অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২১ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২১ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২৪ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২৫ মিনিট আগে