Ajker Patrika

উৎস শনাক্তকরণ রপ্তানিতে বিরাট ভূমিকা রাখবে: মৎস্য অধিদপ্তরের ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উৎস শনাক্তকরণ রপ্তানিতে বিরাট ভূমিকা রাখবে: মৎস্য অধিদপ্তরের ডিজি

শুধু মাছ উৎপাদন করলেই হবে না, রপ্তানি আয় বাড়াতে উৎপাদিত মাছের উৎস শনাক্তকরণ (ই-ট্রেসিবিলিটি) নিশ্চিত করতে হবে। এটা মৎস্য রপ্তানি বাড়াতে বিরাট ভূমিকা রাখবে। আজ রোববার রাজধানী মৎস্য অধিদপ্তর মিলনায়তনে ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন (ফোয়াব) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এসব কথা বলেন। 

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর বলেন, ‘উৎপাদিত মাছের উৎস শনাক্তকরণ নিশ্চিত করতে পারলে রপ্তানির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছিল মৎস্য থেকে ১৫ হাজার কোটি টাকা আয় করা হবে। বিশ্বের ৫২ দেশে মাছ রপ্তানি হয়। আগামী দিনে মৎস্য সেক্টরে বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারি, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সেক্টর সবার আগে।’ 

সেমিনারে জানানো হয়, উৎস শনাক্তকরণ নিশ্চিত করা গেলে নিরাপদ খাদ্য পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়া সহজ হবে। রপ্তানি বাণিজ্যে বহির্বিশ্বের ক্রেতাদের আস্থা অর্জন সম্ভব হবে। এতে মৎস্য খাতে রপ্তানি আয় অনেক বেড়ে যাবে। 

ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন) বলেন, ‘নিরাপদ খাদ্য সরবরাহ আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। মৎস্য সেক্টরে উৎস শনাক্তকরণ নিশ্চিত করতে পারলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করতে গেলে মৎস্য সেক্টর অনেক অবদান রাখতে পারে। রপ্তানি বাড়াতে মৎস্য উৎপাদনেও বিশেষ নজর দিতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদুর রউফ, নিউজ ২৪ টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত