অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
গত শুক্রবার রাত ৮টায় ঢাবির স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত ১৫ বছর (২০০৯–২৪) বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক হয়েছেন আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। বাকি দুই সদস্য হলেন—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার।
আজ মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ইউনিটসমূহের আহ্বায়কদের সহযোগিতায় এক মাসের মধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি প্রতিবেদনটি চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাবে।
সাদা দলের সমর্থক শিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যদের ওই কমিটিকে তথ্য–উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার শিক্ষক এবং শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
গত শুক্রবার রাত ৮টায় ঢাবির স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত ১৫ বছর (২০০৯–২৪) বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং এ সময় শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার বিবরণ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক হয়েছেন আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। বাকি দুই সদস্য হলেন—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসার।
আজ মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ইউনিটসমূহের আহ্বায়কদের সহযোগিতায় এক মাসের মধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি প্রতিবেদনটি চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাবে।
সাদা দলের সমর্থক শিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যদের ওই কমিটিকে তথ্য–উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সাদা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে