Ajker Patrika

মিটফোর্ড হাসপাতালে ভর্তি ১৬১ জন ডেঙ্গু রোগী

মোস্তাকিম ফারুকী
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১: ২৮
মিটফোর্ড হাসপাতালে ভর্তি ১৬১ জন ডেঙ্গু রোগী

করোনা পরিস্থিতির মধ্যেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। ডেঙ্গু ডেডিকেটেড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বর্তমানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। 

ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ‘এখনো পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে ১৬১ জন রোগী ভর্তি আছেন। আগামীকাল বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবে।’ 

মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিভা আফরোজ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালে চিকিৎসকের সংকট দেখে দেবে।’ 

বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবেরাজধানীর মিটফোর্ড হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হলেও রোগীর সংখ্যা বেশি থাকায় সবার জন্য আলাদা বেড প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তাই মেডিসিন বিভাগ ও শিশু বিভাগে সমন্বয় করে ডেঙ্গু রোগীদের রাখতে হচ্ছে। 

শনির আখড়া থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা বায়েজিদ (২৭) নামের এক রোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আবর্জনা পরিষ্কার করতে বললে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলে।’ 

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরারাজারবাগ পুলিশ হাসপাতালে চার দিন চিকিৎসা নেন ট্রাফিক পুলিশ পান্নু সরকার (৫০)। সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, 'ঢাকায় দিনরাত ২৪ ঘণ্টা মশার প্রকোপ। ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকার কারণে সারাক্ষণ ঢাকার রাস্তাতেই থাকতে হচ্ছে। গাড়ি চলাচল ঠিক রাখব, নাকি নিজের শরীর থেকে মশা তাড়াব?'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত