নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানে ভিক্ষুক বিরোধী অভিযানের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক ভিক্ষুক। আজ বুধবার গুলশান-২ এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ভিক্ষুক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।
অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, অভিযানের সময় আটক ভিক্ষুক তারা মিয়া তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে ছাড়া পাননি তারা মিয়া। তাকে সমাজ সেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চন্দন কুমার মিত্র আরও জানান, অভিযানে ১৬ জন ভিক্ষুককে আটক করা হয়। এর মধ্যে এক নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে এক থেকে দেড় মাস তাদের রেখে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
চন্দন কুমার আরও জানান, স্থান সংকুলান না হলে ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের ৬টি আশ্রয়কেন্দ্রে তাদের পাঠিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে ভিক্ষুক বিরোধী অভিযান চালানো হবে। নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে। স্বাবলম্বী হতে অভিযানে আটককৃতদের প্রশিক্ষণের পর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
রাজধানীর গুলশানে ভিক্ষুক বিরোধী অভিযানের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক ভিক্ষুক। আজ বুধবার গুলশান-২ এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ভিক্ষুক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।
অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, অভিযানের সময় আটক ভিক্ষুক তারা মিয়া তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে ছাড়া পাননি তারা মিয়া। তাকে সমাজ সেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চন্দন কুমার মিত্র আরও জানান, অভিযানে ১৬ জন ভিক্ষুককে আটক করা হয়। এর মধ্যে এক নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে এক থেকে দেড় মাস তাদের রেখে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।
চন্দন কুমার আরও জানান, স্থান সংকুলান না হলে ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের ৬টি আশ্রয়কেন্দ্রে তাদের পাঠিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে ভিক্ষুক বিরোধী অভিযান চালানো হবে। নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে। স্বাবলম্বী হতে অভিযানে আটককৃতদের প্রশিক্ষণের পর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৭ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২১ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে