সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।
স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) শিরনি বিতরণ করেন। গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।
কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’
টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।
স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) শিরনি বিতরণ করেন। গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।
কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’
আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১
১৬ মিনিট আগেশ্রীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার আলী হায়দার রতনকে (৫০) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনুর রহমান মিলনের আদালত এ আদেশ দেন।
২৯ মিনিট আগেকক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় যুবককে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ছয় দিন পর আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে