সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।
স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) শিরনি বিতরণ করেন। গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।
কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’
টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।
স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) শিরনি বিতরণ করেন। গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।
কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেসিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২১ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কাছে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর সাততলা বস্তি এলাকার সন্ত্রাসী সেন্টু মিয়াকে আটকের পর গণধোলাই দিয়ে অস্ত্রসহ গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সেন্টু মিয়াকে মারধর করে গুলশান পুলিশে খবর দেয়।
১ ঘণ্টা আগে