Ajker Patrika

লালবাগে ১১০০ টাকার জন্য মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ নবাবগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়কে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে আহত মুরগি ব্যবসায়ী হুসাইন শুভ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, গত সোমবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজার বড় মসজিদের পেছনে শাকিল নামের এক যুবক শুভকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

নিহত শুভর ভাই মো. শাহাদাত হোসেন বলেন, তাদের বাসা লালবাগ ডুরি আঙুল লেন এলাকায়। নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করতেন শুভ। বাবার নাম মৃত আব্দুস সালাম। সোমবার রাতে বাজার থেকে বাসায় ফেরার সময় তাকে শাকিল নামে এক যুবক শুভকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। সেখানে সকালে মারা যায় শুভ।

শাহাদত আরও বলেন, আহত অবস্থায় শাকিল তাদের বলেছে নবাবগঞ্জ এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাইতো। রাতে পাওনা টাকা চাইতে গেলে তাকে কুপিয়ে আহত করে।

লালবাগ থানা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, মৃত শুভ স্বজনদের কাছে জানতে পেরেছি এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাইতো। গত সোমবার দিবাগত রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাকিল শুভকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত শুভর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত