১৮ বছর পর নতুন কমিটি পেতে যাচ্ছে ইটনা উপজেলা ছাত্রলীগ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ২৮
Thumbnail image

১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। 

ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে। 

আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।

উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত