নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল সোমবার কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
গ্রেপ্তার ওই নারীর নাম পারভীন আক্তার (২৪)। তাঁর বাড়ি কক্সবাজার সদরের পূর্ব হামজার ডেল গ্রামে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রায় তিন বছর আগে এজাহারভুক্ত আসামি মো. হামিম হোসেন ওরফে ফাহিম (৩২) নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে আড়াই একর জায়গার একটি খামারবাড়ি পাঁচ বছরের জন্য ভাড়া নেন। গত মাসের ৯ জুন খামারবাড়িটিতে মৎস্য খামার পরিচালনার আড়ালে আনসার আল ইসলামের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ পায় পুলিশ।
পরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি, কম্পাস, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, এসএসডি, মোবাইল ফোন, পিকআপ গাড়িসহ মোট ৮৬ ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। চক্রের সদস্য হামিম হোসেন ওরফে ফাহিম ৫ জুন অস্ত্র-গুলিসহ নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার হন।
তিনি বলেন, খামারবাড়িটিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরঞ্জাম স্থাপন এবং বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ অবৈধভাবে সংগ্রহ করে জমা রাখা হয়। গ্রেপ্তার পারভীন আক্তার তাঁর অন্য সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ নিতে আসা সদস্যদের বসবাসের সুযোগ তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় রান্নাবান্না করাসহ নারী প্রশিক্ষণার্থীদের সার্বিক বিষয় সমন্বয় করতেন।
এদিকে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেওয়া এটিইউ পুলিশ সুপার ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার একজনের তথ্যমতে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আজ রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল সোমবার কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
গ্রেপ্তার ওই নারীর নাম পারভীন আক্তার (২৪)। তাঁর বাড়ি কক্সবাজার সদরের পূর্ব হামজার ডেল গ্রামে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রায় তিন বছর আগে এজাহারভুক্ত আসামি মো. হামিম হোসেন ওরফে ফাহিম (৩২) নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে আড়াই একর জায়গার একটি খামারবাড়ি পাঁচ বছরের জন্য ভাড়া নেন। গত মাসের ৯ জুন খামারবাড়িটিতে মৎস্য খামার পরিচালনার আড়ালে আনসার আল ইসলামের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ পায় পুলিশ।
পরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি, কম্পাস, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, এসএসডি, মোবাইল ফোন, পিকআপ গাড়িসহ মোট ৮৬ ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। চক্রের সদস্য হামিম হোসেন ওরফে ফাহিম ৫ জুন অস্ত্র-গুলিসহ নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার হন।
তিনি বলেন, খামারবাড়িটিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরঞ্জাম স্থাপন এবং বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ অবৈধভাবে সংগ্রহ করে জমা রাখা হয়। গ্রেপ্তার পারভীন আক্তার তাঁর অন্য সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ নিতে আসা সদস্যদের বসবাসের সুযোগ তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় রান্নাবান্না করাসহ নারী প্রশিক্ষণার্থীদের সার্বিক বিষয় সমন্বয় করতেন।
এদিকে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেওয়া এটিইউ পুলিশ সুপার ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার একজনের তথ্যমতে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আজ রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২৪ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২৯ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে