গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন।
এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে আগামীকাল রোববারের হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির কতিপয় নেতা কর্মী আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে মিছিল করেন।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, কোনাবাড়ি থানা বিএনপির বেশ কিছু নেতা কর্মী আগামীকাল রোববার বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন এনটিকেসি নামক পোশাক কারখানার সামনে থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত মশাল মিছিল বের করে। তাঁরা মশাল জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন।
এর কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আনজুমাম তেল পাম্প সংলগ্ন রাস্তায় থাকা আজমেরী পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে ৭-৮ জনের একটি দল মোটরসাইকেলে এসে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়ে চলে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন আজকের পত্রিকাকে বলেন, কোনাবাড়িতে একটি বাসে অগ্নিসংযোগের পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, মশাল মিছিল ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু ঝটিকা মিছিল শেষে মিছিলকারীরা এবং আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর পরপরই ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে ফাঁস হওয়া শিক্ষক-কর্মকর্তাদের আওয়ামী লীগ রক্ষার গোপন সভার ভিডিও প্রদর্শন করা হয়। অনলাইনে সভাটি হয়েছিল গত বছরের ৪ আগস্ট। এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মো. ম
৮ মিনিট আগেপিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ভবন নির্মাণ ও দুটি আবাসিক ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তরের ৩ প্রকৌশলী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধ
১২ মিনিট আগেপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় হৃদয় মিয়াজি (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেগত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে