Ajker Patrika

কালীগঞ্জে নিখোঁজের এক দিন পর মাদ্রাসাছাত্রের লাশ নদী থেকে উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০২
কালীগঞ্জে নিখোঁজের এক দিন পর মাদ্রাসাছাত্রের লাশ নদী থেকে উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে পারুলী নদী থেকে নিখোঁজের এক দিন পর মো. তাওহীদ হোসেন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন।

নিহত তাওহীদ হোসেন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এলাকার প্রবাসী মো. কাউছার হোসেনের ছেলে। সে স্থানীয় নরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজনেরা জানান, তাওহীদ গতকাল মঙ্গলবার বিকেলে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ তার নানার বাড়িতে খোঁজ-খবর নিয়ে জানতে পারে তাওহীদ সেখানে যায়নি এবং সে মাদ্রাসায় ফেরেনি। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন তার লাশ পারুলী নদীতে ভেসে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ তাওহীদের মরদেহ উদ্ধার করে।

মাদ্রাসার মুহতামীম মুফতি আতাহার আলী জাফরী বলেন, ‘গতকাল দুপুরে তাওহীদ মাদ্রাসার বাইরের এক দোকান থেকে দোকানিকে না বলে কেক নিয়ে খায়। পরে দোকানদার তাঁকে কিছুক্ষণের জন্য আটকে রাখে। বিষয়টি আমি জানতে পারলে তাওহীদকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। আছরের নামাজের পর তাওহীদের নানা এলে তার কাছে বিষয়টি বলি এবং তাকে এসব কাজ না করতে বোঝাই। এর কিছুক্ষণ পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে আমরা তার নানার বাড়ির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় সে সেখানে যায়নি।’

দোকানি ফাইজুল্লাহ বলেন, ‘গতকাল দুপুরের পর পর তাওহীদ দোকানে এসে আমাকে না বলে একটি কেক নিয়ে যায়। পরে তাকে খবর দিয়ে এনে হুজুরকে বিষয়টি আমি জানাই। জানানোর পর হুজুর আমাকে টাকা দিতে চাইলে আমি তা নিয়ে অনুরোধ করি ভবিষ্যতে যেন এমনটা না করে তা একটু বোঝানোর জন্য। পরে বড় হুজুর তাকে নিয়ে যায়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক সুরতহাল নির্ণয়ের পর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত