Ajker Patrika

রূপগঞ্জে বালু লুটের অভিযোগে বিএনপি নেতাকে আটক করল যৌথবাহিনী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে বালু লুটের অভিযোগে বিএনপি নেতাকে আটক করল যৌথবাহিনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার সকালে পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুপুরে পিন্টুকে পুলিশের হাতে হস্তান্তর করেছে যৌথবাহিনী। এই ঘটনায় থানায় মামলার কার্যক্রম চলছে।’

প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ বলেন, ‘আড়াইহাজারের মেঘনা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে ঢাকায় বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের কাজ করছে চায়নিজ একটি কোম্পানি। এর পাইপ লাইন আড়াইহাজার থেকে রূপগঞ্জের ওপর দিয়ে ঢাকা ওয়াসায় যুক্ত হবে। এই কাজের জন্য একটি সাব অফিস তারাব এলাকায় নির্মাণ করা হয়েছে। সেখানে প্রকল্পের যাবতীয় মালামাল ও ওয়েস্টেজ মজুত রাখা হয়।

আকন্দ রিয়াদ মুর্শেদ আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই পিন্টু এই সাব অফিসে ঝামেলা করে আসছিলেন। এখানকার স্ক্রাব ও ওয়েস্টেজ নিয়ে যাওয়ার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চায়নিজ কোম্পানির কাছে। গত ২৩ সেপ্টেম্বর কাঞ্চন নলপাথর এলাকা থেকে দুই গাড়ি বালু লোড করে সাব অফিসে নিচ্ছিলেন শরিফ সরকার ও আরমান। পথে পিন্টু তাঁদের মারধর করে বালু আনলোড করে নিয়ে যান। এ বিষয়ে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হলে তাঁকে আটক করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত