Ajker Patrika

শয়তান যত দিন থাকবে, অপারেশন ডেভিল হান্ট তত দিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে শয়তান যত দিন থাকবে, অপারেশন ডেভিল হান্ট তত দিন চলবে।’

আজ সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিক্ষার প্রসার হয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি।’ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শিক্ষকদের সম্মান করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।’ মুন্সিগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘কিছুদিন আগে মুন্সিগঞ্জের রাস্তাঘাট উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ কাজ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘মুন্সিগঞ্জে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ নির্মাণের দাবি রয়েছে এই অঞ্চলের মানুষের। এটার জন্য জায়গা পাওয়াটাই ডিফিকাল্ট। তবে আমাদের চেষ্টা রয়েছে।’ নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসারদের রাজনৈতিক নেতা-কর্মীরা প্রভাব দেখাতে পারবে না, কারণ এবার সুষ্ঠু-সুন্দর নির্বাচন হবে।’

ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল হোসেন মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনিয়া, আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত